প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বড় চমক দিল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। উৎসবের মরসুমে একদিকে যখন ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea), ভারতী এয়ারটেল (Bharti Airtel), রিলায়েন্স জিও (Jio) নিজের গ্রাহকদের জন্য দারুণ দারুণ অফার আনছে তখন পিছিয়ে নেই BSNL-ও।
আপনিও যদি বিএসএনএলের গ্রাহক হন তবে আজকের খবরটি আপনার জন্য খুব দরকারী হতে চলেছে। আজ আমরা বিএসএনএল-এর এমন একটি প্ল্যান সম্পর্কে কথা বলতে চলেছি যেটি সম্পর্কে আপনি শুনলে অবাক হয়ে যাবেন।
প্রকৃতপক্ষে, বিএসএনএল তার গ্রাহকদের জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমস্ত ধরণের রিচার্জ প্ল্যান জারি রেখেছে। বিএসএনএল-এর এমন অনেক প্ল্যান রয়েছে যা প্রত্যাশার চেয়ে বেশি অফার দেয়। সংস্থার বর্তমানে একটি পরিকল্পনা রয়েছে যাতে আপনি ১০০ টাকার কম মাসিক ব্যয়ে ৩০০ দিনের বৈধতা পাবেন। হ্যাঁ এটাই ধ্রুব সত্যি।
এই রিচার্জ প্ল্যানটির মূল্য হল ৭৯৭ টাকা। এতে কোম্পানি আপনাকে ৩০০ দিনের বৈধতা দেয়। অর্থাৎ একবার রিচার্জ করলে ৩০০ দিন পর সরাসরি রিচার্জ করতে হবে। রিচার্জের ঝামেলা থেকে আপনি ৩০০ দিনের জন্য মুক্ত থাকবেন। দীর্ঘ মেয়াদের পাশাপাশি এই প্ল্যানে ৩০০ দিনের জন্য বিনামূল্যে কলিং-এর সুবিধাও পেয়ে যাবেন আপনি।
আপনি এই প্ল্যানটি এক সময় ব্যয়বহুল মনে করতে পারেন, তবে আপনি যদি এর মাসিক খরচের কথা বিচার করে দেখেন তবে এর মূল্য হবে ৮০ টাকা। এই ৭৯৭ টাকার প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বলতে গেলে, এই প্ল্যানে আপনি অনেক ডেটাও পেয়ে যাবেন। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ২ জিবি ডেটা। এছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএস পাওয়া যাবে।