৮০ টাকারও কমে আনলিমিটেড কল-ডেটা, চলবে ১১ মাস! BSNL-র এই প্ল্যানের সামনে ফেল Airtel, Jio

ভারতের টেলিকম ক্ষেত্রে ধীরে ধীরে ব্যাপক পরিবর্তন এসেছে। যদিও Jio’র আধিপত্য বাজারে বেশ প্রকট, তবে অন্যান্য কোম্পানি গুলোও ভালই টক্কর দিচ্ছে। জিও আসার সময় হারিয়ে গেলেও ধীরে ধীরে বাজারে কামব্যাক করছে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। আর এবার এমন কিছু প্ল্যান নিয়ে এসেছে যা Jio, Airtel এর আধিপত্যের ওপর প্রশ্নচিহ্ন তুলে দেবে।
BSNL যে নতুন প্ল্যানের ঘোষণা করেছে তার মেয়াদ এক্কেবারে ৩০০ দিন। দীর্ঘ মেয়াদের হিসেবে, অর্থাৎ যারা অনেকদিন লম্বা রিচার্জ করতে চান তাদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে সংস্থাটি। নয়া প্ল্যানে গ্রাহকরা পাবেন বিরাট সুবিধা। চলুন দেখা যাক কী কী সুবিধা দিচ্ছে BSNL।
কত দাম এই প্ল্যানেরঃ রিচার্জ প্ল্যানের দাম ৭৯৭ টাকা।
কী সুবিধা মিলবেঃ ৩০০ দিনের মেয়াদ রয়েছে BSNL এর নয়া প্ল্যানে। সেখানে আনলিমিটেড কল করতে পারবেন আপনি। প্রথম ৬০ দিনের জন্য দৈনিক ২ জিবি ডেটা পাবেন। সাথে দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন আপনি।