বাংলা সিরিয়ালে TRP তালিকায় বড় ওলটপালট! গদিচ্যুত অনুরাগের ছোঁয়া, বেঙ্গল টপার কে?

এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আসা মানেই হল বাংলা ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণ হওয়ার দিন। বাংলা সিরিয়াল (Bengali Serial) না দেখলে অনেকেরই পেটের ভাত একপ্রকার হজম হয় না। বিকেল হোক বা সন্ধে, একটু চা সঙ্গে মুড়ি, তেলেভাজা এবং এক হাতে টিভির রিমোট থাকলে জমে যায়।

   

বিকেল থেকে শুরু করে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, তাও সিরিয়াল প্রেমীরা টিভি থেকে নজর একদমই সরাতে চান না। অনেকেই আছেন যারা সিরিয়াল বলতে অজ্ঞান। সিরিয়াল প্রেমীরাও এই বৃহস্পতিবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কারণ এই দিনই সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড হাতে আসে। কোন সিরিয়াল কোন মেগাকে টেক্কা দিল তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন।

বর্তমান সময়ে একটি সিরিয়ালকে ঘিরে সকলের উত্তেজনা একপ্রকার তুঙ্গে থাকে, আর সেটা হল স্টার জলসার মেগা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। বিগত কিছু সপ্তাহ ধরে এই সিরিয়াল টিআরপি (Target rating point) চার্টে একদম শীর্ষে থাকত। এই সিরিয়ালে পরতে পরতে যেন টুইস্ট আসছে।  মিশকা নতুন করে সেনগুপ্ত বাড়িতে। লাবন্য সেনগুপ্ত তাঁকে বাড়িতে নিয়ে এসেছে। কারণ মিশকা সূর্যের সন্তানের মা হতে চলেছে। মনে করা হয়েছিল যে টানটান কিছু হবে, তবে দর্শকদের আশায় কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে।

trp serial bengali

চলতি সপ্তাহে এক ধাক্কায় ৫ নম্বরে নেমে এসেছে এই মেগা ধারাবাহিক। যদিও এই সপ্তাহে বড় চমক দিয়েছে জি বাংলার  ‘কার কাছে কই মনের কথা’। ৭.৭ পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে দু’টি সিরিয়াল। ‘নিমফুলের মধু’ এবং ‘ফুলকি’। দুটি সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৭.৬। তৃতীয় স্থান দখল করেছে জি বাংলার আরও এক জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ । তারা পেয়েছে ৭.৩। আর এক নম্বর থেকে সোজা চার নম্বরে নেমেছে ‘অনুরাগের ছোঁয়া’। এই মেগার প্রাপ্ত নম্বর ৭.২। ৬ নম্বরে লাভ বিয়ে আজকাল, ৭ নম্বরে রাঙা বউ, ৮ নম্বরে জল থই থই ভালোবাসা, হর গৌরী পাইস হোটেল, এরপর রয়েছে ইচ্ছে পুতুল, সন্ধে টালা, তুঁতে ও তোমাদের রাণী।