ঘুমিয়ে ৫ লক্ষ টাকা পুরস্কার জিতলেন ‘বাংলার মেয়ে”! এভাবে আপনিও হতে পারেন প্রতিযোগী

বাঙালি জাতির সুনাম রয়েছে ঘুমকাতুর হওয়ার কারণে। ভারত জুড়ে অনেকেই মনে করে বাঙালিরা দৈহিক পরিশ্রমের জায়গায় মাথা খাটাতে বেশি ভালোবাসে। কিন্তু কে জানত এই ঘুমের কারণেই শেরার শিরোপা আসবে বাংলার ঘরে। ঘুম থেকেই বাংলার ঘরে এসেছে জয়ের খেতাব। কিন্তু ব্যাপারটা হলো কি? চলুন সেটাই জানাচ্ছি।

আজকে আমরা যার কথা বলছি তিনি একপ্রকার ঘুম বিশারদ। তিনি শ্রীরামপুরের বাসিন্দা ত্রিপর্ণা চক্রবর্তী। ঘুমোতে পেলে আর কিছু চাননা তিনি। এদিকে বিছানায় শুয়ে পড়লেই টুক করে ঘুমিয়ে পড়েন তিনি। আর সেখান থেকেই জিতে নিয়েছেন একেবারে পুরো ৫ লাখ টাকা পুরষ্কার!

ভাবা যায়? ঘুমের জন্য ৫ লাখ টাকা পুরস্কার! আপাতত এই কম্পিটিশন জেতার কারনে এই বিষয়ে সন্দেহ নেই যে, তিনিই দেশের সেরা ঘুম কাতুরে! তবে কোথায় হয় এই প্রতিযোগিতা? প্রতিযোগিতার আয়োজন করে একটি বিখ্যাত ম্যাট্রেস সংস্থা। সে হবে বছর খানেক আগে কথা। তখন ৬ লাখ আবেদন পড়ে এই প্রতিযোগিতার জন্য।

আর সেই ৬ লাখ আবেদনকারীর মধ্যে ছিলেন বাংলার মেয়ে ত্রিপর্ণা। MBA পড়তে গিয়েই এই প্রতিযোগিতার কথা জানতে পারেন তিনি। প্রতিযোগিতা সম্পর্কে ত্রিপর্ণার বলেন, “যখন আবেদন করেছিলাম তখন বুঝতে পারিনি এটা প্রতিযোগিতা। ইন্টার্নশিপের মত ছিল বিষয়টা। পরে গিয়ে দেখি ঘুমানোর জন্য পয়সাও দেওয়া হবে।”

কী ভাবে চলেছে পুরো প্রক্রিয়া : সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে যে, সেখানে ইন্টারভিউ সহ একাধিক রাউন্ডে ছিলো ঘুম সংক্রান্ত একাধিক প্রশ্ন। সেখানেই ৬ লক্ষ আবেদনকারীর মধ্যে থেকে বেছে নেওয়া হয় ১৫ জন কৃতি ‘ঘুমকাতুরেকে’। শেষে ১৫ জনকে একটি করে বিশেষ ম্যাট্রেস দেয় সংস্থাটি। সেখানে লাগানো স্লিপ ট্র্যাকার দেখাবে কতক্ষণ ঘুমোচ্ছে প্রতিযোগীরা। জেতার জন্য প্রধান শর্ত ছিল দৈনিক অন্তত ৯ ঘণ্টা ঘুমোতে হবে প্রতিযোগীদের। আর সেখানেই অসাধ্য সাধন করে দেখায় বাংলার মেয়ে।

১০০ দিন ধরে চলা সেই প্রতিযোগিতার শেষে বেছে নেওয়া হয় ৪ প্রতিযোগীকে। বাকিদের পেছনে ফেলে সেরা ঘুমকাতুরের মুকুট ছিনিয়ে নিয়েছেন ত্রিপর্না। তবে ঘুমকাতুরে হলে কী হবে, এই প্রতিযোগিতা কিছুটা সমস্যার ছিল বৈকি। রাত্রে বেলা অফিস থাকায় তিনি ঘুমোতেন দিনের বেলা। সেই নিয়ে ত্রিপর্ণা বলেন, “একবার অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে হলেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙে ৪০ মিনিট পরে। স্যাট পরীক্ষা দিতে গিয়েও ঘুমিয়ে পড়েছিলাম। পরীক্ষক ডেকে চা খাইয়েছিলেন।”

1848943 con featurereceived 1468822706967387 166212185116x9

উল্লেখ্য, আপনিও এমন কোনও প্রতিযোগিতায় অংশ নিয়ে মোটা টাকা কামিয়ে নিতে পারেন। দেশী-বিদেশী অনেক ম্যাট্রেস সংস্থাই এমন প্রতিযোগিতার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। আর সেখানে আবেদন করলে আপনিও ঘুমিয়ে ভালো আয় করতে পারবেন। তবে, মনে রাখবেন আপনাকে ঘুমকাতুরে হতে হবে কিন্তু।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button