আমিরের মতো ফেলু নয়, জওয়ান মুক্তির আগেই নির্মাণ খরচের থেকে বেশি কামিয়ে নিল শাহরুখ

বহুদিন বড়পর্দায় আসেননি শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু সামনেই একেবারে পরপর লাইন দিয়ে ছবি রিলিজ করবে তার। তবে সবচেয়ে বেশি উৎকণ্ঠা রয়েছে জওয়ান ছবিকে নিয়ে। দক্ষিণ ভারতের হিট ডাইরেক্টর অ্যাটলি কুমারের নির্দেশনায় তৈরি হওয়া এই ছবি মুক্তির আগেই নির্মাণ খরচের চেয়ে বেশী আয় করেছে। চলুন জানি কীভাবে।

৫ বছর পর বড়পর্দায় কামব্যাক করছেন বলিউড বাদশাহ, স্বাভাবিক ভাবেই তার অনুরাগীদের মধ্যে এই ছবি নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আর ছবি নিয়ে উৎকন্ঠা বাড়ায় ছবিটির বাজারও বেড়েই চলেছে। এইবছর জুন মাসে প্রথম জওয়ান ছবির ঘোষণা করেন শাহরুখ খান। জওয়ান-এর একটি প্রোমো ভিডিও লঞ্চ করেন তিনি। আর মুক্তির কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও।

প্রোমো ভিডিওটির সাউন্ড থেকে শুরু করে লুক এবং ভিডিও-অডিও এফেক্ট দেখে তারিফ না করে পারেনি কেও। সমস্ত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতে থাকে জওয়ান ছবির সেই প্রোমো ভিডিও। আর জনসাধারণের এই ‘ক্রেজ’-কে কাজে লাগিয়ে বিরাট বড় দাঁও মেরেছে ‘জওয়ান’ ছবির নির্মাতারা।

রীতিমত প্রতিযোগিতা শুরু হয় এই ছবির ডিজিট্যাল স্বত্ব কেনার জন্য। OTT অ্যাপগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নামলেও শেষপর্যন্ত নেটফ্লিক্স এই ডিল হাসিল করে। জানা যায় ১২০ কোটি টাকার বিনিময়ে জওয়ান ছবির ডিজিট্যাল স্বত্ব কিনে নেয় নেটফলিক্স। তবে এবার জানা যাচ্ছে অন্য রিপোর্ট।

আগে নেটফ্লিক্সের সাথে ১২০ কোটির টাকার ডিল হয়েছে জানা গেলেও, এবার যে রিপোর্ট এসেছে তাতে ছবির স্যাটেলাইট স্বত্ব নিয়ে তথ্য সামনে এসেছে। ডিজিট্যাল স্বত্ব যেমন গিয়েছে নেটফ্লিক্সের কাছে তেমনই স্যাটেলাইট স্বত্ব গিয়েছে জি টিভির কাছে। আর এই দুই জায়গা থেকে মোট আয় হয়েছে ২৫০ কোটি টাকা! যদিও এই ব্যাপারে এখনো কোনো নিশ্চিৎ তথ্য পাওয়া যায়নি, কিন্তু একথা সত্যি হলে নির্মাণ খরচের থেকে বেশী আয় করে ফেলেছে এই সিনেমা।

jawaan21654408130

প্রসঙ্গত জানিয়ে রাখি এই সিনেমার নির্মাণ খরচ ধরা হয়েছে মোট ১৮০ কোটি টাকা। এমতাবস্থায় মুক্তির আগে ২৫০ কোটি টাকা আয় হয়ে গেলে নির্মাতারাও যেন একটু হাঁফ ছেড়ে বাঁচলেন। উল্লেখ্য, তামিল পরিচলাক অ্যাটলি কুমার-এর পরিচালনায় তৈরি হওয়া এই সিনেমা একটি সত্যিকারের প্যান ইন্ডিয়া ফিল্ম। ছবিতে শাহরুখ খানের পাশে দেখা যাবে নয়নতারাকে, এছাড়া থাকছেন বিজয় সেতুপতি, এবং ক্যামিও রোলে রয়েছেন থালাপ্যাতি বিজয় এবং দীপিকা পাড়ুকোন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button