পুরীতে ঘুরতে যাওয়ার আগে হয়ে যান সতর্ক! ভুলেও করবেন না এই কাজ, জলে যাবে সব টাকা

সমুদ্রপ্রেমী অথচ পুরী (Puri) যায়নি এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। সমুদ্রের নাম উঠলেই প্রথমেই সকলের মাথায় আসে দিঘা (Digha), পুরীর নাম। সারাবছরই এই দুই জায়গা পর্যটকদের ভিড়ে থিকথিক করে। বিশেষ করে পুরীতে। আর এই পুরীর অন্যতম ‘শান’ হল জগন্নাথ মন্দির।

   

হিন্দু ধর্মে জগন্নাথ মন্দিরের একটি বিশেষ তাৎপর্য রয়েছে, এখানে কেবল ভারতীয়রাই নয়, বিদেশ থেকেও লোকেরা ভারতের ঐতিহ্যের সাথে খাপ খাইয়ে এই মন্দিরে আসেন। এক রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে শ্রদ্ধা জানাতে আসেন। হিন্দু ধর্মে জগন্নাথ মন্দিরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, যে কারণে এখানে প্রতিদিন প্রচুর ভিড় হয়। যদিও এই পুরী বেড়াতে গিয়েই এবার একপ্রকার মাথায় বাজ ভেঙে পড়েছে পর্যটকদের। বিশেষ করে বাঙালি পর্যটকদের।

তাদের সঙ্গে যে এমনটাও হতে পারে তা তাঁরা কল্পনাও করতে পারেননি। পুরী একটি সমুদ্র তীরবর্তী জায়গা। ফলে সারাবছরই এখানকার হোটেলগুলিতে রেট অনেকটাই বেশি থাকে। এছাড়া পর্যটকদের ভালো রুমের চাহিদাও একপ্রকার তুঙ্গে থাকে। অনেকেই আছেন যারা আগে থেকে অনলাইনে টিকিট কেটে রুম বুক করে রাখতে চান। সেইসঙ্গে কোন হোটেলে রুম রেটের ওপর ভালো ডিল পাওয়া যাচ্ছে তার খোঁজ চালান সকলে। আর পর্যটকদের এই চাহিদারই সুযোগ নিচ্ছে প্রতারকরা।

puri sea beach

হোটেল বুক করতে গিয়ে, লোভনীয় অফারের ফাঁদে পা দিতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে বাঙালি পর্যটকদের। টাকা পেমেন্ট করার পরে পুরীতে গিয়ে দেখেন সেই হোটেলের অস্বিত্ব নেই। এমনকি হোটেলের কেউই ফোন ধরছেন না। ব্যস তারপরেই মাথায় হাত পড়ে যাচ্ছে পর্যটকদের। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এহেন অবস্থায় পুলিশের পরামর্শ, হোটেল বুকিং-এর আগে বা কোনও ওয়েবসাইটের মাধ্যমে বুকিং-এর আগে ভালো করে খোঁজখবর নিতে। ইতিমধ্যে এই ঘটনায় একজন যুবককে গ্রেফতার অবধি করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ফলে এখন পর্যটকদের পুরী যাওয়ার আগে সতর্ক করে দেওয়া হচ্ছে।