চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! আজ দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টি? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট

বৃষ্টি নিয়ে আর কোনো আক্ষেপ নেই দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষের মধ্যে। প্রত্যেকদিনই বৃষ্টির সাক্ষী থাকছেন মানুষ। তবে এখনই কিন্তু রেহাই মিলছে না, এমনই সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই অর্থাৎ আজ সোমবার সকাল থেকেই আকাশের মুখ গোমড়া। আজও একের পর এক জেলায় বিরাট আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। একপ্রকার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই ঢেলে বৃষ্টি হবে।

মূলত মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত…এই দুইয়ের ঠেলায় জর্জরিত হতে চলেছেন মানুষ। মৌসম বিভাগ জানাচ্ছে, আগামী দু একদিনের মধ্যে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল মঙ্গলবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আপনিও যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এক জরুরি খবর। সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গে তেমন ভারী বর্ষণের পূর্বাভাস নেই। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

wb weather low pressure

যদিও বিশেষ করে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় আবহাওয়া দফতর বা IMD জানাচ্ছে, চলতি সপ্তাহে সর্বত্র বৃষ্টির মাত্রা বাড়বে। কলকাতায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিন উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।