সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) মানেই হট টপিক। সর্বদা সংবাদের শিরোনামে থাকেন বিসিসিআই-র (Board of Control for Cricket in India) প্রাক্তন সভাপতি। দু’দিন আগেই সৌরভ ত্রিপুরা পর্যটনের অ্যাম্বাসেডর হয়েছেন। যদিও, এই নিয়ে বিতর্ক কম হয়নি। আর সেই বিতর্ক নিয়েই মুখ খোলেন স্বয়ং মহারাজ। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, কেন বারবার তাঁকে নিয়েই এত জলঘোলা হয়।
তবে এত কিছুর মধ্যে অনেকেই ভুলে গিয়েছিলেন হয়ত, যে সৌরভের জীবনী নিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে। এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্দুলকার, কপিল দেবকে নিয়েও সিনেমা তৈরি হয়েছে। সবথেকে সাড়া ফেলেছিল ধোনিকে নিয়ে তৈরি সিনেমা। সুশান্ত সিং রাজপুত অভিনীত সেই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল।
এবার মহারাজের পালা। আর এই নিয়ে তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে যে, যেই লভ ফিল্মস ব্যানারের নীচে মহারাজের জীবনী নিয়ে সিনেমা হচ্ছে, সেই প্রোডাকশনের পরিচালক-প্রযোজক সৌরভের বাড়িতে ইতি মধ্যে বৈঠকও সেরে ফেলেছেন।
জানা গিয়েছে যে, প্রযোজক অঙ্কুর গর্গ আর লভ রঞ্জন কলকাতায় এসে সৌরভের সঙ্গে কথা বলেন। জানা যাচ্ছে যে, এই সিনেমায় ক্রিকেট ছাড়াও সৌরভের জীবনের অনেক অজানা দিক তুলে ধরা হবে। চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষ। জানা যাচ্ছে যে, সৌরভের ক্রিকেট জীবন ছাড়াও ডোনার সঙ্গে সম্পর্ক এবং BCCI -র প্রেসিডেন্ট অভিযান সবই থাকবে এই সিনেমায়।
এর আগে শোনা যাচ্ছিল যে, সৌরভের বায়োপিকে অভিনয় করতে পারেন রণবীর কাপুর। তবে রণবীর এই সিনেমায় অভিনয় করতে পারবেন না বলে জানিয়েছেন। তবে এবার কে? জানা যাচ্ছে যে, বামহাতি সৌরভের জন্য তেমনই অভিনেতার খোঁজ মিলেছে, যিনি নিজে বামহাতে ব্যাট ধরতে সক্ষম। আর তিনি হলেন বলিউডের আরও এক পরিচিত মুখ আয়ুষ্মান খুরানা।