আরবিআই (Reserve Bank of India) এর ক্রমাগত রেপো রেট বৃদ্ধির কারণে Fixed Deposit এ বিনিয়োগ (Investment) আজকাল অত্যন্ত উপযোগী হয়ে ওঠেছে। এমনকী কিছু ক্ষেত্রে শেয়ারবাজারের থেকেও বেশি ভালো রিটার্ন দিচ্ছে FD! বিশেষ করে প্রবীণ নাগরিকরা আরো বেশী সুবিধা লাভ করছেন। কিন্তু কোথায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে সেই খবর নিয়ে এসেছি আমরা।
মুদ্রাস্ফীতি যেন বাধা মানার নয়। বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে মুদ্রাস্ফীতির ফাঁস চেপে বসেছে তার প্রভাব পড়ছে দেশের অন্দরেও। যেখানে গত ডিসেম্বরে মূদ্রাস্ফীতি 5.72% এ পৌঁছেছিল, সেখানে জানুয়ারিতে সেই অংক বেড়ে 6.52% এ দাঁড়িয়েছে।
আর মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে RBI ও তাদের সুদের হার বাড়িয়ে চলেছে। একইসাথে দামী হচ্ছে ঋণ এবং ক্রমশ বেড়েই চলেছে সুদের হার। প্রবীণ নাগরিকরা আবার সাধারণ নাগরিকদের থেকে বেশি পরিমাণ সুদের হার উপভোগ করছেন। তাহলে দেখা যাক কোথায় ফিক্সড ডিপোজিট করলে বেশি রিটার্ন পাবেন।
১) পাঞ্জাব এবং সিন্ধু ব্যাংক (PSB Bank) : গত ফেব্রুয়ারি মাসেই 2 কোটি টাকার কম FD তে অতিরিক্ত সুদের হারের সুবিধা সহ বেশ কয়েকটি নতুন FD স্কিম শুরু করে ব্যাংকটি। PSB-Utkarsh নামের প্ল্যানে 222 দিনের FD তে 8.50% সুদ পান প্রবীণ নাগরিকরা। অতি প্রবীণ নাগরিকরা ওই একই প্ল্যানে 8.85% সুদ উপভোগ করতে পারবেন।
আবার PSB Shaandaar প্ল্যানে 300 দিনের আমানতের ওপর প্রবীণ নাগরিকরা 8.00% এবং অতি প্রবীণ নাগরিকরা 8.35% সুদ পাবেন।
২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) : 20 ফেব্রুয়ারি থেকে PNB ও তাদের 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়িয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য 666 দিনের বিশেষ FD-তে সর্বাধিক 7.75% সুদ দিচ্ছে PNB, যখন অতি প্রবীণ নাগরিকরা সেখানে 8.05% পর্যন্ত সুদ উপভোগ করতে পারবেন।
৩) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI) : UBI গত নভেম্বরেই তাদের FD এর রেট বাড়িয়েছিল। 800 দিন এবং 3 বছরের দুটি বিশেষ এফডি-তে সর্বোচ্চ 7.30% সুদ দিচ্ছে ব্যাংকটি। প্রবীণ নাগরিকরা সেখানে 7.80% রিটার্ন পাবেন এবং অতি প্রবীণ নাগরিকরা ওই একই সময়ের ক্ষেত্রে 8.05% সুদ পাবেন।