‘জানি না মাথায় কী চলছে’, হেরে বেফাঁস সাকিব! জিইয়ে রাখলেন বাংলাদেশের সেমিতে যাওয়ার আশা

২০২৩ সালের বিশ্বকাপে (Cricket World Cup) শনিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচটি ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল হাই স্কোরিং উত্তেজক ম্যাচ। নিউজিল্যান্ড দারুণ চেষ্টা করেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। এরপর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ (Bangladesh) ও নেদারল্যান্ডস (Netherlands)। ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৩৯ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারনি বাংলাদেশ। ১৪২ রানে গুটিয়ে যায় টাইগার বাহিনীর ইনিংস। নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে ম্যাচ হাতছাড়া করার পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) ব্যাটিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

   

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে দলের বোলিং ও ব্যাটিং নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। “আমি মনে করি আমরা সত্যিই আরও ভাল বোলিং করা উচিৎ ছিল। আমাদের উচিৎ ছিল তাদের ১৬০-১৭০ রানে সীমাবদ্ধ রাখা। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ব্যাট হাতে খুব খারাপ খেলেছি।”

ইডেন গার্ডেন্সে শোচনীয় পরাজয়ের পর দারুণ হতাশ ও ক্ষুব্ধ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, “আমরা খুব বাজে ক্রিকেট খেলছি। মাঠে আমাদের পারফরম্যান্স কেমন সেটা দলের সকলেই জানেন। আমরা জানি না আমাদের মাথায় ঠিক কী চলছে।”

একই সঙ্গে সাকিব আল হাসান বলেছেন, “যতটা খারাপ হতে পারতো ততটা খারাপ হয়েছে। এখান থেকে আমাদের ফিরে আসা খুবই কঠিন। তবে এখনো তিনটে ম্যাচ বাকি আছে, আমরা চেষ্টা করে যাব। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা লড়াই করেছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আমি জানি না আমার মাথায় কী চলছে। আমাদের সমর্থকরা আমাদের উত্থান-পতনের সময় সমর্থন করেছেন, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। “