মোটা টাকা নিয়ে চিনকে বড় ঝটকা দিল বাংলাদেশ, ভারতের সাথে করল সবথেকে বড় চুক্তি

এবার চিনকে (China) মোক্ষম টাইট দেওয়া গেছে। বাংলাদেশকে (Bangladesh) সাথে নিয়ে বিরাট বড় জয় এনেছে ভারত (India)। হয়েছে কি, ভারত এবং বাংলাদেশের মধ্যে ‘ফ্রেন্ডশিপ পাইপলাইন’ এর স্থাপনা করা হয়েছে। আসামের নুমালিগড় পরিশোধনাগার থেকে ডিজেল যাবে বাংলাদেশে। শিলিগুড়ি পথে বাংলাভাষী দেশটিতে ঢুকবে পাইপলাইন। সেদেশের পার্বতীপুর অয়েল ডিপোয় পৌঁছাবে ডিজেল।

ইতিমধ্যেই সমস্ত কাজ হয়ে গেছে। এবার আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই প্রকল্পের। গত ২০১৮ সালে কাজ শুরু হয় এই নিয়ে। মোট ৩৮৮ কোটি খরচ হয় প্রকল্পের কাজ শেষ করতে। যার মধ্যে ২৮৫ কোটি ২৪ লাখ টাকা দিয়েছে ভারত সরকার, আর বাকি টাকা অর্থাৎ বাকি ৯১ কোটি ৮৪ লক্ষ টাকা দিয়েছে নুমালিগড় রিফাইনারি লিমিটেড।

এই পাইপের সিংহভাগই রয়েছে বাংলাদেশে। মাত্র ৫ কিমি রয়েছে শিলিগুড়িতে, এরপর বাকি ১২৫ কিমি লম্বা পাইপলাইন রয়েছে বাংলাদেশে। জানিয়ে রাখি এই পাইপলাইনের মাধ্যমে বছরে ১০ লাখ মেট্রিক টন ডিজেল পাঠানো যাবে বাংলাদেশে। প্রতিবেশী রাষ্ট্রের সুবিধা অনেকখানি বাড়বে পাইপলাইনের স্থাপনার পর।050e2cbe 18a0 11ed 9ba3 d097bf79e873 1660131487480

জানিয়ে রাখি, পরিশোধিত তেল কেনার জন্য বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়। গত ২০২০ সালে বাংলাদেশ মোট ২৬৪ কোটি ডলার খরচ করেছিল এই পরিশোধিত তেল কেনার জন্য। এমনকি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকেও বেশি পরিশোধিত তেল কিনেছিল বাংলাদেশ।

উল্লেখ্য, লাইনটি ওপার বাংলার পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত থাকবে। এই পাইপলাইনের স্থাপনা হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের দৈনিক জ্বালানি মজুদের ক্ষমতা অতিরিক্ত ২৯ হাজার মেট্রিক টন বেড়ে যাবে। উত্তরের ১৬ জেলাতে দ্রুততম উপায়ে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে এর দ্বারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button