‘… মরতে চাই”, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বৈশাখীর! এবার কী হল শোভনের সঙ্গে?

বাংলা রাজনীতির জগতে হিট কাপল রয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee) এবং বৈশাখী ব্যানার্জি (Baishakhi Banerjee) অন্যতম। দুজনের মাখো মাখো প্রেম দেখার মত। ঘোরা, খাওয়া, সমস্ত কিছুই একইসাথে। কিন্তু এই চিরসবুজ জুটি কেমন কাটালেন প্রেমদিবস? নেট মাধ্যমে বেশ ভাইরাল হয় সেই ঘটনা।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ালে সমস্ত আপডেট দিয়েছেন। যদিও রাজনীতির কচকচানি থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন তারা। কিন্তু তাদের নিয়ে আলোচনার কোনও শেষ নেই! সোশ্যাল মিডিয়াতে একসাথে কাটানো কইছি বিশেষ মুহূর্তের ছবি এবং কথা শেয়ার করেছেন

নিজের পারিবারিক ছবি শেয়ার করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “Come let me love you Let me give my life to You Let me drown in your laughter Let me die in your arms❤️”।

এদিকে রংমিলান নাহলে পোশাক পরেননা শোভন এবং বৈশাখী। এদিনও প্রেমের রঙে লালে লাল হয়ে এসেছিলেন দুজনে। জানা গেল কেক কেটে ভালবাসার দিন উদযাপন করেছেন দুজনে। সেখানে কেকের ওপরেই ভালোবাসার কথা লিখে রাখা হয়।

sovan baisakhi 1csa

আবার শোভনের তরফে টেডি উপহার হিসেবে পেয়েছেন বৈশাখী। নিজেই সেই উপহারের সাথে ছবি পোস্ট করেছেন তিনি। একইসাথে কেক কেটেছেন শোভন এবং বৈশাখী। এছাড়া পরিবারের সদস্যরাও নিজের নিজের উপহার হাতে দাঁড়িয়ে রয়েছেন। তবে ভালোবাসার দিকে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল দুজনকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button