শোভন চট্টোপাধ্যায়-উত্তম কুমারকে একাসনে বসালেন বৈশাখী! মহানায়কের সঙ্গে তুলনা প্রাক্তন মেয়রের

আবারো শিরোনামে শোভন (Sovan Chatterjee) বৈশাখীর প্রেম। তারা যাই কিছু করেন না কেন তা বরাবরই সকলের নজর কাড়ে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেন একে অপরের পরিপূরক। দুজনেই বাংলার এক জনপ্রিয় লাভ বার্ডস। একে অপরকে কতটা যে ভালবাসেন তা বরাবরই প্রকাশ্যে আনেন শোভন বৈশাখী। কোনওরকম রাখঢাক না রেখেই একে অপরের সঙ্গে গত কয়েক বছর কিভাবে কাটিয়েছেন তা সবসময়ই সকলকে জানিয়ে থাকেন।

এসবের মাঝেই আবারো একবার বিস্ফোরক মন্তব্য করে সকলের নজর কেড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন তিনি কি বলেছেন? তাহলে বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ে ফেলুন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো অভিনেতা উত্তম কুমারের (Uttam Kumar) প্রসঙ্গ। শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ডিভোর্স মামলা এখনো চলছে আদালতে। স্ত্রী রত্নাকে নিয়ে একসময় ছিল তার বড় সংসার। কিন্তু সেই সম্পর্কে ভাঙন বহু বছরই হল ধরেছে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শোভন-রত্না।

এমনকি এই সংসার ভাঙার পিছনে শোভনের বান্ধবী বৈশাখীকেই দোষীর কাঠগড়ায় তুলেছেন রত্না ও তার পরিবার। যদি এসবকে তোয়াক্কা না করেই একে অপরের সঙ্গে জুড়ে রয়েছেন শোভন বৈশাখী। সর্বোপরি এবার সকল কিছু চমকে দিয়ে কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের সঙ্গে শোভনকে তুলনা করলেন বৈশাখী। বৈশাখী নাকি উত্তম কুমারের কিছু ছাপ দেখতে পান শোভনের মধ্যে। হ্যাঁ সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন বৈশাখী।

বৈশাখীল জানিয়েছেন, ‘শাহরুখের সিনেমা আমার খুব ভালো লাগে। সলমনের সিনেমা কম দেখেছি। ম্যায়নে প্যায়র কিয়াটা ১৭-১৮ বার দেখেছি। আমিরকেও ভালো লাগে। শোভনকে না কোনও সিনেমা আর্টিস্টের সঙ্গে তুলনা করা চলে না। তবে কারও ব্যক্তিত্বের সঙ্গে মিল খুঁজে পাই তাহলে উত্তম কুমার। উত্তম কুমারের কিছু হাবভাব, অবশ্যই তা পর্দার, মিল খুঁজে পাই। ব্যক্তি উত্তম কুমারকে তো আমি চিনি না। তা নিয়ে আমার কোনও জানার ইচ্ছেও নেই। ওই সময়কার বাঙালির যে পুরুষালি চেহারা তা শোভনের মধ্যে আছে। তবে হ্যাঁ উত্তম কুমারের হাসি আর তাকানোটা কিলিং। সেটার সঙ্গে নিশ্চয়ই শোভনের তুলনা চলে না। তবে হ্যা, শোভনের হাসিটাও আমার খুব ভালো লাগে।’

sovan baisakhi love

শুধু তাই নয়, দুজনের নিয়ে যদি সিনেমা হয় তাহলে সেটির নাম কী হবে তাও খোলসা করেন বৈশাখী। তিনি জানান, ‘শোভন বৈশাখীর অন্দরমহল। আসলে ঘরে ঢুকে এলে তো আর অন্দরমহলে ঢোকা হয় না। আমাদের জীবনটা কেমন, আমাদের সম্পর্কটা কেমন, কত ঘাত-প্রতিঘাত গিয়েছে কেউ জানে না। আমার নিজেরই ইচ্ছে আছে বই লেখার। আমি চাই তাঁর চরিত্রে অভিনয় করুক বাংলাদেশের বিখ্যাত অভিনেতা বাঁধন।’