বিয়ের পর … চাটিয়েছিল মনোজিত, সবই জানত শোভন! অতীতের বড় তথ্য ফাঁস করলেন বৈশাখী

বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)…বাংলার রাজনীতির এক জনপ্রিয় নাম। বরাবরই তিনি শিরোনামে থাকেন। সে কখনো হোক শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) সঙ্গে প্রণয়ের সম্পর্ক তো কখনো হোক প্রাক্তন স্বামী মনোজিতের সঙ্গে দাম্পত্যের বিষয় নিয়ে। মনোজিতের সঙ্গে বিবাহ জীবন মোটেই যে মোটেই ভালো কাটেনি বৈশাখীর তা বরাবর তিনি অকপটে সকলের সামনে জানিয়েছেন।

শোভন বৈশাখীর প্রেম কারোর থেকে আর লুকিয়ে নেই। বর্তমানে দুজনে একই ফ্ল্যাটে থাকেন। বৈশাখীর মেয়ে মেহুলও তাঁদের সঙ্গে থাকেন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে দুজনের হ্যাপি ফ্যামিলির ছবি ভেসে ওঠে। শোভন চট্টোপাধ্যায়ের ঘর ভাঙার পিছনে সর্বদা বৈশাখী ব্যানার্জিকেই দায়ী করা হয়েছে। ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়-এর। এই নিয়ে জলখোলা কম হয়নি। আদালতের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে শোভনের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে রত্না চট্টোপাধ্যায়কে।

যদিও আজকের প্রতিবেদনটি শোভন চট্টোপাধ্যায় কে নিয়ে নয়, বরং বিবাহ জীবন কেমন কেটেছে বৈশাখীর তা নিয়ে। তার কাহিনী শুনলে চোখে জল আসবে আপনারও। বৈশাখী জানান, মনোজিতের সঙ্গে তার প্রেমের বিয়ে হয়েছিল। বৈশাখের বাড়ি থেকে দুজনের প্রেমের সম্পর্ক মানে নেই অগত্যা দুজনে বাড়ির অমতে গিয়ে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরেই পাল্টে যায় চিত্রটা। বিয়ের কিছুদিন যেতে না যেতেই চলে বৈশাখের উপর অকথ্য অত্যাচার।

sovan baisakhi love

প্রতিবাদ করতে গিয়েও স্বামীর কথা ভেবে মুখ বন্ধ রাখেন বৈশাখী। ধারণা করা হয়েছিল কোলে সন্তান এলে হয়তো অশান্তি কমবে। কিন্তু না তা কমেনি। এরপর মেয়ে মেয়ে হলে জন্ম দেন বৈশাখী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈশাখী জানান, একদিন মাঝরাতে মনোজিৎ তাকে বাড়ি থেকে বের করে দেন। গভীর রাতে মেয়েকে নিয়ে কোথায় যাবেন সেই নিয়ে অকুল পাথারে পড়েছিলেন বৈশাখী। তিনি মনোজিৎ এর কাছে আকুতি মিনতি করেন যাতে রাতটা অন্তত বাড়িতে থাকতে দেওয়া হয়।

বৈশাখীর অভিযোগ, ‘মনোজিৎ আমাকে বলেছিল তার পায়ে জুতো চাটতে হবে তাহলে তাকে রাতে থাকতে দেওয়া হবে।’ সেই কাজটাই করেন বৈশাখী। সারারাত ফ্ল্যাটে জুতো স্ট্যান্ডের পাশে মেয়েকে নিয়ে শুয়েছিলেন বৈশাখী। এরপর ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি বাড়ি ফিরে আসেন। মাঝে অনেকটাই সময় কেটে গিয়েছে। পথ আলাদা হয়ে গিয়েছে? বৈশাখী ও মনোজিতের। জীবনে কঠিন সময় বৈশাখী পাশে পেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও তার দুই বান্ধবীকে।