হেরে ভূত হয়েও লজ্জা নেই! ভারত ছাড়ার আগে দেদার শপিং পাকিস্তান দলের, বাবরের কেনাকাটা চমকে দেবে

ভারতে (India) আয়োজিত ২০২৩ বিশ্বকাপে (Cricket World Cup) পাকিস্তানের (Pakistan) যাত্রা শেষ হয়েছে । শনিবার ইংল্যান্ডের কাছে হেরে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অর্থাৎ সেমিফাইনালে না পৌঁছেই নিজেদের দেশে ফিরে যাবে এই দলটি। ম্যাচের ফলাফল যাইহোক না কেন, পাকিস্তানে ফেরার আগে বাবর ভারতে প্রচণ্ড কেনাকাটা করেছেন বলে জানা গিয়েছে । বিভিন্ন জায়গায় দাবি করা হয়েছে, শাড়ি কিনেছেন বাবর (Babar Azam)।

   

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, চলতি বছরের শেষের দিকে বিয়ে করতে চলেছেন বাবর আজম। এ জন্য তিনি ভারত থেকেই কিনছেন। সম্প্রতি জানা গেছে, বাবর সাজেহ সাচির কাছ থেকে ৭ লাখ টাকা মূল্যের একটি শেরওয়ানি কিনেছেন এবং একটি দামি আংটিও কিনেছেন। সেই সঙ্গে তিনি কেনাকাটা করতে কলকাতার একটি শপিং মলে পৌঁছেছিলেন। শহরের একটি শপিং মলের নামকরা পোশাকের দোকান থেকে ৭টি শাড়ি কিনেছিলেন।

শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত স্টোরের এক কর্মচারী বলেন, “বাবর আজম সাতটি শাড়ি কিনেছিলেন, যার বেশিরভাগই শিফন জর্জেট দিয়ে তৈরি। আমাদের শাড়ির কালেকসন ওনার খুব পছন্দ হয়েছে। তবে কী কিনবেন তা ঠিক করতে পারছিলেন না তিনি। এরপর নিজের বাড়িতে ভিডিও কল করে শাড়িগুলো দেখিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন, এরপর তিনি ৭টি শাড়ি চূড়ান্ত করেন।”

shopping babar

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে থাকা শপিং মলের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানান, বাবর ও ইমাম দুজনেই সেখানে পোশাক কিনেছেন। বাবর ও ইমাম বিকাল ৩টা পর্যন্ত শপিংমলে ছিলেন। এর আগে জানা গিয়েছিল, চলতি বছরের শেষের দিকে বিয়ে করতে যাওয়ার আগে দিল্লিতে ভারতের বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর কাছ থেকে ৭ লাখ টাকার শেরওয়ানি কিনেছেন বাবর। শুধু তাই নয়, খবর অনুযায়ী বাবর এখান থেকে তাঁর বাগদানের আংটিও কিনেছেন।