মাত্র ২০ টাকা খরচ করে SBI থেকে নিয়ে নিন এই সুবিধা, নাহলে পড়তে হবে ভারী সমস্যায়

এবার ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই (State Bank of India) তাদের নিয়মে বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। আপনার বা আপনার পরিবারের কারও যদি SBI-তে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এবার থেমে এই নয়া নিয়ম মেনে চলতেই হবে। এই নতুন নিয়ম মেনেই এবার আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে, কিন্তু কি সেই নতুন নিয়ম? চলুন দেখে নিই।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে গ্রাহকদের টাকা জমা দেওয়ার জন্য Green Card রাখতে হবে। এই কার্ড না থাকলে আর জমা দেওয়া যাবেনা টাকা। ব্যাংকে গিয়ে জমা দিতে চাইলে আজই তৈরি করে নিন SBI এর নয়া Green Card। আবেদন করতে হলে আজই আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন।
ব্যাংকের তরফে একটি অফিসিয়াল রিপোর্ট জারি করে জানানো হয়েছে যে, এবার থেকে Credit এবং ডেবিট কার্ডের মতোই SBI Green Card ও জারি করবে তারা। এই কার্ড মেশিনে সোয়াইপ করলেই গ্রাহকের সম্পূর্ন তথ্য চলে আসবে সামনে। এবার ব্যাংকের কর্মচারী খুব সহজেই টাকা জমা দিতে পারবেন। তবে এই কার্ড তৈরি করতে আপনাকে ২০ টাকা চার্জ দিতে হবে।
কিন্তু SBI এর Green Card না থাকলে কিভাবে টাকা জমা করবেন : এক্ষেত্রে আপনাকে যেতে হবে নিকটবর্তী ATM Deposit গুলিতে। সেখানে ডেবিট কার্ডের মাধ্যমে আপনি টাকা তোলার পরিবর্তে টাকা জমাও দিতে পারবেন।