সোশ্যাল মিডিয়া (Social Media)…বর্তমান সময়ে মানুষের জীবনের সঙ্গে একপ্রকার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। ফোন বা এই সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ এখন এক পাও যেন চলতে পারেন না। এদিকে এই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিনই হাজার হাজার জিনিস ভাইরাল হোক। তা সে কোনো হাস্যকর মিমস হোক, ছবি হোক বা ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই জিনিসগুলি দেখে কখনও আমাদের হাসির রসদ জোগায় আবার কখনো চোখ ভেজায়।
তেমনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। যা দেখলে আপনিও নিজের চোখের জল ধরে রাখতে পারবেন না গ্যারেন্টি। হয়তো সব বাবারাই (Father) এক রকম হয়। বাইরে নারকেলের মতো শক্ত তবে ভেতরে ততটাই নরম হন। আজকের এই প্রতিবেদনটি হল এক খেটে খাওয়া বাবাকে নিয়ে। যিনি কিনা নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারেন। এই বাবা পেশায় একজন আবার অটো চালক। এদিকে এই অটো চালক বাবাই সম্প্রতি এমন এক কাণ্ড ঘটিয়েছেন যার পরে সকলের নজর তাঁর ওপরেই রীতিমতো আটকে গিয়েছে।
আরও পড়ুনঃ বন্দে ভারত, দুরন্ত না রাজধানী এক্সপ্রেস! কোন ট্রেন চালিয়ে সবথেকে বেশি আয় করে রেল? প্রকাশ্যে এল হিসেব
অনেকেই তাঁকে দেখে বলছেন, ‘হ্যাঁ বাবা হোক তো এমনই।’ ঠিক কী ঘটেছে? আপনারও নিশ্চয়ই জানতে খুব কৌতূহল হচ্ছে? তাহলে আর অপেক্ষা না করিয়ে মূল ঘটনায় আসা যাক।
নিজের মেয়ে রানীর জন্মদিন উপলক্ষে অটোর মধ্যে এক বিশেষ বিজ্ঞাপন দিয়েছেন ওই বাবা আর যেটাই কিনা সোশ্যাল মিডিয়ার এক হট টপিক হয়ে উঠেছে। বিজ্ঞাপনে ও অটোচালক বাবা লিখেছেন, “আজ ১১.০৪.২০২৩ আমাদের মেয়ে রানী অর্পিতা যাদবের জন্মদিন। আজ এই সুখের দিনে আমার রিকশা ফ্রি, কোন ভাড়া দিতে হবে না। শুভ জন্মদিন।”
आदमी का दिल बड़ा होने के लिए जेब का बड़ा होना ज़रूरी नहीं.❤️
Happy Birthday Arpita. pic.twitter.com/ZbKYDC7CZl— Neha 🇮🇳 (@Nehaa_1) August 13, 2023