এশিয়ার সবথেকে সংকীর্ণ ফ্লাইওভার রয়েছে এই ভারতেই! প্রাণ হাতে গাড়ি নিয়ে ওঠেন চালকরা

এশিয়ার (Asia) বৃহত্তম শহর, বৃহত্তম মহাদেশ, এশিয়ার সবথেকে বড় মন্দির…ইত্যাদি ইত্যাদি বহু কিছু আপনি শুনে থাকবেন নিশ্চয়ই। কিন্তু আপনি কি কখনও এশিয়ার সবথেকে ছোট ফ্লাইওভারে (Flyover) গিয়েছেন? হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ এই প্রতিবেদনে এশিয়ার সবথেকে ছোট ফ্লাইওভার নিয়ে আলোচনা করা হবে।

   

11

এই ফ্লাইওভারটি কোথায় অবস্থিত তা জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। জানা গিয়েছে, এই ফ্লাইওভারটি ভারতের (India) পাঞ্জাবের (Punjab) আবোহার (Abohar) শহরে অবস্থিত। বলা হয়, এই ফ্লাইওভারটি সংকীর্ণ বলেই এশিয়া খ্যাত। এখানে বেশ কিছু যান যাতায়াত করে। তবে এর চওড়া ভাব এতটাই কম যে ধরুন আপনি দু চাকা করে এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছেন অথচ আপনার সামনে অন্য আরেকটি বাইক বা স্কুটি চলে এসেছে তাহলে আপনি ও আপনার সামনে থাকা যানবাহনের চালক মহা সমস্যায় পরে যাবেন।

এই ব্রিজটাই এতটাই ছোট যে একটা সময়ে একটাই যান চলাচল করতে পারবে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই ব্রিজটি দেখতে তো নিঃসন্দেহে সুন্দর, কিন্তু এটা আবার তারই সঙ্গে খুবই  ভয়ঙ্কর ফ্লাইওভার। এখানে গেলে আপনাকে প্রাণ একপ্রকার হাতে নিয়েই যেতে হবে। এই ব্রিজটি বাইকারদের মধ্যে খুবই জনপ্রিয়।

12

আপনি যদি বাইক নিয়ে এই ব্রিজের ওপর ওঠেন তাহলে আপনাকে খুবই সাবধানে থাকতে হবে। একটা ভুল আপনার জীবন শেষ করে দিতে পারে। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি একদম ঠিকঠাকভাবে বাইক চালাচ্ছেন কিনা। কারণ প্রত্যক্ষদর্শীদের মতে, এই ব্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে, যে কোনও সময়ে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে।