চেয়ে দেখবে গোটা বিশ্ব, এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর তৈরি করে তাক লাগাতে চলেছে ভারত

ভারত (India) ধীরে ধীরে বদলাচ্ছে। দেশের অন্দরে আসছে সর্বাধুনিক প্রযুক্তি। তৈরি হচ্ছে নানান পরিকাঠামো ব্যবস্থা। একের পর এক হাইওয়ে, এক্সপ্রেসওয়ে বানিয়েছে কেন্দ্র। এরপর ভারত তো বটেই এশিয়ার বৃহত্তম বিমানবন্দরও (Asia Biggest Airport) ভারতেই তৈরি করা হচ্ছে। নয়ডার (Noida) জেওয়ারে (Jewar) নির্মীয়মাণ বিমানবন্দরটি নতুন রেকর্ড গড়তে চলেছে।noida

নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্রিস্টফ স্নেলম্যান জানিয়েছেন যে, বিমানবন্দরটির বিল্ডিং, রানওয়ে এবং প্রধান টার্মিনাল তৈরি করা হচ্ছে আপাতত। আশা করা যাচ্ছে যে, আগামী ২০২৪ সালের শেষ নাগাদ বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট উড়তে পারবে। উল্লেখ্য যে, বিগত ৯ মাস ধরে কাজ চলছে এই বিমানবন্দরে। ২৫০০ কর্মী কাজ করছেন সেখানে।noida international airport

এই বিমানবন্দরে সমস্ত সুবিধাই উপলব্ধ থাকবে। দ্রুত এগিয়ে চলেছে নির্মাণ কাজ। আগামী কয়েক মাসের মধ্যে কয়েক ডজন ভবন তৈরি করার বিষয়েও জানানো হয় এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফে। যে ভবনগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, প্যাসেঞ্জার টার্মিনাল, স্যুয়ারেজ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং পাওয়ার সাব-স্টেশন নির্মাণে কাজে আসবে।

এই বিমানবন্দরে ৩০০ মিটার লম্বা টার্মিনাল থাকছে। মোট ৪৫ মিটার চওড়া এবং ৪০০০ মিটার লম্বা রানওয়েও তৈরী করা হচ্ছে। যেভাবে এই বিমানবন্দর তৈরি হচ্ছে, তাতে সারাবিশ্বের সমস্ত বিমানসংস্থাই আগ্রহী হচ্ছে এখানে। রেকর্ড আয়তনে তৈরী করা হচ্ছে এই জেওয়ার বিমানবন্দর।166959 untitled design 2021 11 24t172925589

প্রসঙ্গত, ক্রিস্টোফ শ্নেলম্যান জানান যে, একটি রানওয়ে তৈরি করার জন্য অনেকগুলি স্তরের প্যাস্ট্রি তৈরি করার প্রয়োজন পড়ে যেখানে কমপ্যাকশন ও লেয়ারিং এর কাজ হয়। পুরো রানওয়েতে বেশ কয়েকবার লেয়ারিং করা হবে যা প্রায় আগামী ১ বছর ধরে চলতে থাকবে।shutterstock 570779299 e1512452757982

আপনাদের জানিয়ে রাখি যে, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের আয়তন হতে চলেছে ১ লাখ বর্গমিটার। সেখানে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী যাওয়াআসা করতে পারবেন। প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে এটি নির্মাণ ও প্রস্তুত করা হচ্ছে এবং এই বিমানবন্দর তৈরির কাজ চালাচ্ছে জুরিখ বিমানবন্দর ইন্টারন্যাশনাল এজি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button