১০০০ বছর পর কেমন দেখতে হবে পাকিস্তান? AI-র বানানো ছবি দেখে হতবাক গোটা বিশ্ব

ভবিষ্যত, কী হবে সেখানে তা কেওই বলতে পারেনা। যদিও কিছু মানুষ আছেন যারা ভবিষ্যদবাণী করে থাকেন, কিন্তু সেসবের বৈজ্ঞানিক যুক্তি নিতান্তই নগণ্য। কিন্তু ভবিষ্যতে কি হবে সেই নিয়ে মানুষের মধ্যে প্রশ্নের শেষ নেই। এবার কথা যদি হয় পাকিস্তানের (Pakistan) ভবিষ্যতে কি রয়েছে তাতে অনেক বড় প্রশ্নচিহ্ন ওঠে যায়। screenshot 2023 03 19 at 12.56.38 pm

তবে বর্তমান দিনে টেকনোলজি এতটাই উন্নত হয় ওঠেছে যে, ভবিষ্যত দর্শন মোটামুটি হয়ে যায় AI এর দ্বারা। সদ্যই সেরকমই একটি AI বট পাকিস্তানের ভবিষ্যতের ছবি নির্মাণ করেছে। যদিও এখানে যেভাবে হয়েছে ছবিতে সেটাই যে ফাইনাল হবে সেবিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

screenshot 2023 03 19 at 12.55.25 pm

ai cities 1536x804.jpgপাকিস্তান সম্পর্কে কিছু ছবি তৈরী করতে বলা হয়েছিল একটি বটকে। আর সে কিছু ছবি দিয়েছে আমাদের। ১০০০ বছর পর পাকিস্তান কেমন দেখতে হবে তাই নিয়ে কিছু ছবি দিয়েছে। আপনি সেখানে দেখতে পাবেন নানান হাইটেক শহর। সাথে কিছু মানুষের ছবিও তৈরি করেছে AI বটটি।

ai man woman 1536x804.jpg

screenshot 2023 03 19 at 12.58.53 pm
সেখানকার মানুষ আজ যেমন আছে তাদের সাথে ফ্যাশনে সামান্য পার্থক্যই দেখা যাচ্ছে। কারণ সময়ের সাথে সাথে ফ্যাশন পরিবর্তিত হতে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা ছবিগুলো দারুণ বটে। কিন্তু ১০০০ বছর দুর্ভিক্ষ পীড়িত, সন্ত্রাসবাদী পাকিস্তান থাকবে কিনা সেই নিয়েই বড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button