সবকিছু ঠিকঠাক থাকলে এবার আরও এক নয়া রেল (Indian Railways) রুট পেতে চলেছেন পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষ। ইতিমধ্যে গ্রিন সিগন্যাল মিলেছে কেন্দ্রের তরফে। উত্তর-পূর্ব সীমান্ত (NF) রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অনশুল গুপ্ত সম্প্রতি জানিয়েছিলেন যে, বহুপ্রতীক্ষিত হিলি-বালুরঘাট রেল প্রকল্পটি ২০২৪ সালের মার্চের শেষ নাগাদ শেষ হবে।
এদিকে ইতিমধ্যে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুরের একাধিক রেল প্রকল্প সম্পন্ন করার বিষয়ে দাবি জানিয়ে এসেছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরই মাঝে আরও বড় সুখবর দিল কেন্দ্র। কী সেই সুখবর?
বালুরঘাট থেকে হিলি রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও ১৫৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় রেল মন্ত্রক। এর আগে গত ৩১ জুলাই এই প্রকল্পে ৮৪ কোটি টাকা পাঠিয়েছিল কেন্দ্র। এবার আরও ১৫৫ কোটি টাকা জেলা প্রশাসনের দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উত্তর-পূর্ব রেল। এদিকে দীর্ঘ প্রতীক্ষিত এই রেল প্রকল্পের জন্য এত টাকা পাঠানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
২০২৪ সালের মার্চের শেষ নাগাদ হিলি-বালুরঘাট রেল প্রকল্পের কাজ ইতিবাচকভাবে শেষ হবে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রকল্পের জন্য তহবিল বরাদ্দ এবং জমি প্রদানকারীদের ক্ষতিপূরণ কোনও সমস্যা হবে না বলেও খবর।
সম্প্রতি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রেলওয়েকে এই বিষয়ে এক স্থানীয় ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলার (পিআইএল) ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পটি শেষ করার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ পাওয়ার পর, রেল জোরকদমে প্রকল্পের কাজ শুরু করেছে। উল্লেখ্য, প্রকল্পটি সম্পন্ন হলে বালুরঘাট জেলার অর্থনীতি রদবদল হবে বলে আশা করছে বিশিষ্ট মহল। হিলি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর যার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিচালিত হয়।