সাবধান! এবার পাসপোর্ট বানাতে গেলে লাগবে এই জরুরি নথিগুলি, না থাকলেই বাড়বে বিপদ

দেশের নাগরিক হওয়ার জন্য যেমন আধার কার্ড (Aadhaar Card), প্যান (Permanent account number), ভোটার কার্ড (Voter Id) ইত্যাদি দরকার, তেমনই বিদেশ ভ্রমণের জন্য দরকার পাসপোর্ট (Indian Passport)। পাসপোর্ট না থাকলে দেশের বাইরে ভ্রমণ করা যায় না। নতুন পাসপোর্ট করানোর জন্য দরকার বিভিন্ন নথি।

বিদেশি যাত্রা যেহেতু মুখের কথা নয়, সেহেতু এক্ষেত্রে নিয়মের কড়াকড়ি একটু বেশি। কাগজপত্র ঠিকঠাক না থাকলে আটকে যাবে পাসপোর্ট তৈরি প্রক্রিয়া। আপনিও যদি পাসপোর্ট তৈরি করার কথা ভেবে থাকেন তাহলে মন দিয়ে পড়ুন এই প্রতিবেদনটি। বিশেষ এই নথি তৈরি করার জন্য কী কী দরকার সে সম্পর্কে বলা হয়েছে বিস্তারিত।

নতুন পাসপোর্ট তৈরি করার জন্য আবশ্যক কাগজপত্র:-

• যে কোনও পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক কিংবা আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে থাকা অ্যাকাউন্টের ছবি সহ পাসবুক
• ভোটার আইডি কার্ড
• আধার কার্ড
• কারেন্টের বিল
• ভাড়া বাড়িতে থাকলে তার চুক্তিপত্র
• ড্রাইভিং লাইসেন্স
• প্যান কার্ড
• ল্যান্ডলাইন বা পোস্টপেইড মোবাইল বিল
•গ্যাস কানেকশনের প্রমাণ
•স্বামী অথবা স্ত্রীর পাসপোর্ট কপি (পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠায় পারিবারিক বিবরণ সম্বলিত এবং পাসপোর্টধারী স্বামী/স্ত্রী আবেদনকারীর নাম উল্লেখ)
• লেটারহেডে যেখানে কাজ করছেন সেই কোম্পানীর নিয়োগকর্তার সার্টিফিকেট
• আয়কর মূল্যায়ন আদেশ
• স্কুল ছাড়ার সার্টিফিকেট
• পৌর কর্পোরেশন কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট
• বীমা পলিসি ধারকের জন্ম তারিখ সহ পাবলিক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন / কোম্পানি কর্তৃক ইস্যুকৃত পলিসি বন্ড
• অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্টের কাগজপত্র
• পিতা-মাতাকে অবশ্যই পাসপোর্টের আসল এবং স্ব-সত্যায়িত কপি বহন করতে হবে
• পিতা-মাতার নামে বর্তমান ঠিকানার প্রমাণ
• আধার কার্ড বা ই-আধারপ্যান কার্ড
• স্কুল লিভিং সার্টিফিকেট/ সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট
• স্কুল বা বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণির মার্কশিট।

উপরে উল্লেখিত সমস্ত কাগজ ঠিকঠাক থাকলে তবেই নিশ্চিতভাবে পাসপোর্ট পাওয়া সম্ভব। এ প্রসঙ্গে আরও বলে রাখা ভালো যে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় নথির জেরক্স কপি সঙ্গে রাখার পাশাপাশি আসল কপিগুলো সঙ্গে রাখবেন। সব যাচাই করার পরেই ছাড়পত্র পাবেন।