মা হতে চেয়েছিলেন অর্পিতা, মেনেও নিয়েছিলেন পার্থ! বিস্ফোরক তথ্য ED-র চার্জশিটে

রাজ্যে SSC স্ক্যাম সম্পর্কে সকলেরই জানা। আর এই দুর্নীতির কারণেই এখন জেলে রাত কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee)। তবে, অর্পিতা শুধু পার্থবাবুর ঘনিষ্ঠই ছিলেন না, তিনি পার্থবাবুর এক্কেবারে কাছের বান্ধবী ছিলেন। আর ইডির বিভিন্ন তথ্যে এই কথাগুলো সামনে উঠে এসেছে।
এর আগে বোলপুরে ‘অপা” নামের বাড়ি। অর্পিতার বীমার ১.৫ কোটি টাকা সবেতেই নাকি পার্থবাবুর হাত ছিল। ইডি এই তথ্যই দিয়েছে আদালতের কাছে। তবে এই মুহূর্তে আরও একটি তথ্য উঠে আসছে, যা শুনে চক্ষু চড়কগাছ সবার।
বলে দিই, ইডি অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে যেমন কোটি কোটি টাকা, সোনা, রুপা সহ নানাবিধ মূল্যবান জিনিস উদ্ধার করেছিল। তেমনই তাঁরা একটি ‘যৌন যন্ত্র”ও উদ্ধার করেছিল অর্পিতার ফ্ল্যাট থেকে। তবে ওই সেক্স টয় কী কাজে ব্যবহৃত হত, তা এখনো রহস্য সবার কাছে।
আর এরই মধ্যে জানা যাচ্ছে যে, অর্পিতা মা হতে চেয়েছিলেন। আর পার্থবাবুও তার সেই আবদারে সায় দিয়েছিলেন। ইডির চার্জশিট থেকে এমনই তথ্য উঠে আসছে। জানা গিয়েছে যে, অর্পিতা একটি সন্তান দত্তক নিতে চেয়েছিলেন আর পার্থবাবু তার জন্য NOCও দিয়েছিলেন।
কিন্তু এখন প্রশ্ন উঠছে যে, দত্তক নেওয়ার জন্য আবার NOC কীসের? ভারতে এমন আইন নেই যে কেউ দত্তক নিতে চাইলে মন্ত্রী-বিধায়কের কাছ থেকে নো অবজেকশ সার্টিফিকেট লাগবে। তবে, বর্তমানে এই খবর ছড়িয়ে পড়ায় ফের পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।
তথ্য অনুযায়ী, চার্জশিটের একটি জায়গায় ইডি বলেছে যে, গত ২২ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের লিখিত হলফনামা দেন। অর্পিতা মুখোপাধ্যায়কে লেখা সেই হলফনামায় পার্থকে অর্পিতার ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হিসেবেই দেখানো হয়েছিল। এমনকি অর্পিতা কাউকে দত্তক নিলে পার্থর কোনও আপত্তি নেই বলেও লেখা ছিল তাতে।
ইডি চার্জশিটে আরও লেখে, ‘এই ব্যাপারে পার্থবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি ওই নথিতে নিজের সই আসল বলে মেনে নেন। তিনি বলেন, অনেকেই তাঁর কাছে অনেক বিষয়ে শংসাপত্র নিতে আসেন। দরকার মতো তিনিও শংসাপত্র দিয়ে দেন।’