যারা iPhone প্রেমী তাঁদের সকল অপেক্ষার অবসান ঘটল। অবশেষে লঞ্চ হল আইফোন ১৫ (iPhone 15)। জানা গিয়েছে, Apple তাদের মেগা ইভেন্টে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে। এর পাশাপাশি আইফোন ১৫, আইফোন ১৫ প্লাসও চালু করা হয়েছে। আইফোন ১৫ প্রো’র প্রো মডেলে A17 PRO বায়োনিক চিপসেট এবং পুরনো সাইলেন্ট বাটন সরিয়ে নতুন অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। আপনি জানলে অবাক হবেন, সম্পূর্ণ নতুন আইফোনটি এবার USB Type-C চার্জিং পোর্ট সহ লঞ্চ করা হয়েছে।
এর ফলে আপনার পরিবারের কারোর কাছে যদি এই নতুন আইফোন থাকে এবং অ্যান্ড্রোয়েড ফোন থাকে তাহলে চিন্তা নেই। অনেক অ্যান্ড্রোয়েড ফোনে এবার আইফোনের চার্জার যুক্ত করা যাবে। আপনি অ্যামাজন, অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল স্টোর থেকে আইফোন ১৫ সিরিজ কিনতে পারবেন। এ বছর দিল্লি ও মুম্বাইয়ে দুটি নতুন অফিসিয়াল স্টোর খুলেছে প্রতিষ্ঠানটি। ভারতে আইফোন ১৫ সিরিজের দাম শুরু হতে পারে ৬৬,০০০ টাকা থেকে। এছাড়া 128GB স্টোরেজ সহ আইফোন ১৫-র মূল্য হতে পারে ৭৪,৫০০ টাকা মতো।
নতুন আইফোনটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজে কেনা যাবে। যারা এই নতুন আইফোন কিনতে চান তাঁদের জন্য রয়েছে একটি জরুরি খবর। Apple-এর তরফে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে কালো টাইটানিয়াম, নীল টাইটানিয়াম, প্রাকৃতিক টাইটানিয়াম এবং সাদা টাইটানিয়াম ফিনিশ যুক্ত করা হয়েছে।
এবার তাহলে আসা যাক দামের কথায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এই ফোনের মডেলগুলির দাম কত হতে পারে? তাহলে আর দেরী না করে জেনে নিন মূল্য। আইফোন ১৫ প্রো অর্থাৎ ১২৮ জিবি স্টোরেজের প্রারম্ভিক মূল্য ১,৩৪,৯০০ টাকা। একই আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর প্রাথমিক মূল্য ১,৫৯,৯০০ টাকা। এই দামে ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাবে।
এছাড়া আইফোন ১৫ প্রো এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ১,৪৪,৯০০ টাকা। অন্যদিকে ৫১২ জিবি সহ আইফোনের দাম পড়বে ১,৬৪,৯০০ টাকা এবং ১ টিবির দাম ১,৮৪,৯০০ টাকা। আইফোন ১৫ প্রো ম্যাক্সের ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৭৯,৯০০ টাকা এবং ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ১,৯৯,৯০০ টাকা।