এবার সবার হাতেই থাকবে iPhone 15, ভারতেই তৈরি করবে Apple! কত টাকা কম হবে দাম?

এবার iPhone 15-র সঙ্গেও জুড়তে চলেছে মেক ইন ইন্ডিয়ার তকমা। কারণ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা করতে হবে, ব্যস আর তারপরেই গোটা বিশ্বে ছেয়ে যাবে ভারতের (India) তৈরি আইফোন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। Apple-র চুক্তিতে আইফোন তৈরিকারী প্রতিষ্ঠান ফক্সকন টেকনোলজিস ভারতে আইফোন ১৫ উৎপাদন শুরু করেছে। ইতিমধ্যে সংস্থাটি তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্মিত প্ল্যান্টে তার চালানের জন্য প্রস্তুতি শুরু করেছে।

সম্ভবত আগামী মাসে আইফোন ১৫ লঞ্চ হলে সংস্থার সিইও টিম কুকের হাতে মেক ইন ইন্ডিয়া আইফোন ১৫ থাকবে। ফক্সকন ভারতে শুধু আইফোন সরবরাহ করত, কিন্তু গত বছর তারা এখানে আইফোন ১৪ এর উৎপাদনও শুরু করে। তারপর থেকে ভারতে আইফোনের উৎপাদন ক্রমাগত বাড়ছে। বিশ্বব্যাপী মোট আইফোন রফতানির মধ্যে ১০,০০০ কোটি টাকার আইফোন রফতানি হচ্ছে ভারত থেকে। অ্যাপল আইফোনের মোট উৎপাদনে ভারতের অংশ বর্তমানে ৭ শতাংশ পর্যন্ত।

iphone india

গ্লোবাল লঞ্চের সাথে সাথে এই ফোনগুলি ভারতেও শীঘ্রই উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ আইফোন প্রেমীদের নতুন আইফোন ১৫ কিনতে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এর দুটি প্রধান কারণ রয়েছে, প্রথমটি হ’ল অ্যাপল ভারতে ২টি অ্যাপল স্টোর খুলেছে, যার কারণে আপনি অবিলম্বে এবং একচেটিয়াভাবে ভারতে ফোনটি পাবেন।

আরও পড়ুনঃ ধারে কাছে টিকতে পারবে না কেউ! ধোনির স্ত্রী সাক্ষীর শিক্ষাগতা যোগ্যতা অবাক করবে আপনাকে

দ্বিতীয়ত, ভারতে আইফোন তৈরির কারণে সংস্থাটি এটি ভারতীয় বাজারে সরবরাহ করতে সক্ষম হবে। ফক্সকন চিন থেকে সরবরাহের কয়েক সপ্তাহ পরে ভারত থেকে এই ডিভাইসগুলি পাঠাতে শুরু করবে বলে খবর। চিন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে ফক্সকন তাদের উৎপাদন ভারতে স্থানান্তর করতে শুরু করেছে। তবে iPhone 15 ভারতে তৈরি হলে কী দাম কম হবে? বিশেষজ্ঞদের মতে … সে গুড়ে বালি! এর আগে iPhone 13, 14 ভারতে তৈরি হলেও দামে ফারাক আসেনি। তাই এবারও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, সরকার আমদানি শূলকে ছাড় দিলে কম করে ৫ থেকে ৭ হাজার টাকা দাম কম হতে পারে।