মাত্র তিন মাসেই রেকর্ড, ভারতে iPhone বিক্রিতে ইতিহাস গড়ল Apple! বড় ঘোষণা টিম কুকেরও

ভারতে (India) নয়া রেকর্ড গড়েছে অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন। অ্যাপল সম্প্রতি ভারত এবং ব্রাজিলের বাজারে শেষ ত্রৈমাসিকে নতুন রেকর্ড গড়েছে। কুক বলেন যে, ভারতের ব্যবসার (Business) দিকে তাকালে দেখা যাবে শেষ ত্রৈমাসিকে রাজস্ব গড়ার বিষয়ে নতুন রেকর্ড গড়েছি আমরা।

কুক আরো বলেন যে, শুধু শেষ ত্রৈমাসিকেই নয়, প্রতি বছরের হিসেব করলেও দেখা যায় যে অ্যাপল সংস্থাটি ডবল ডিজিটে গ্রোথ দেখিয়েছে। এছাড়া সামনে আরো ভালো ভবিষ্যত রয়েছে বলেও আশাপ্রকাশ করেছেন। দেশীয় বিশেষজ্ঞদের মতে আশা যে, অ্যাপল কোম্পানি যেভাবে ভারতে নির্মাণ বাড়িয়েছে তাতে আশা করা হচ্ছে যে রেকর্ড আরো বাড়বে।

অ্যাপল কোম্পানির সিইও এটাতেই অবাক যে, যেখানে সারাবিশ্বের বাজার সংকটজনক অবস্থায় রয়েছে সেখানে ভারতীয় বাজার অত্যন্ত দারুণ কাজ করছে। একইসাথে অ্যাপল জানায় যে, পরবর্তী সময়ে তাদের প্রধান ফোকাস থাকবে ভারতীয় বাজারের ওপর। অ্যাপল কোম্পানি এও জানিয়েছে যে, শীঘ্রই মুম্বাইতে তারা তাদের প্রথম স্টোর খুলতে চলেছে।

বিগত ২০২০ সালে প্রথম অনলাইন স্টোরের স্থাপনা করে অ্যাপল। এতদিন তাদের কোনো অফিসিয়াল স্টোর ছিলনা। কিন্তু এবার ভারতে অফলাইন স্টোর খুলতে চলেছে তারা। এদিকে ভারতে অ্যাপলের বাজার নিয়ে টিম কুক বলেন, “কোভিড থাকার পরেও ভারতের বাজারে দুর্দান্ত ফলাফল করায় আগামী সময়ে এখানে আরও বেশী বিনিয়োগ করার কথা ভাবছি আমরা।”

ভারতকে নিয়ে খুবই আশাবাদী অ্যাপল সংস্থা। আগামী সময়ে আরো বড় পরিমাণ বিনিয়োগ করতে চলেছে সংস্থাটি। ভারতের বাজারে আরো জোর দেওয়ার জন্য এবার আরো সাশ্রয়ী মূল্যে আইফোন লঞ্চ করতে চলেছেন তারা। কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রি বলেছেন, আগামী সময়ে কোম্পানি ব্রাজিল, মেক্সিকো, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো উদীয়মান বাজারগুলোতে আরো বেশি ফোকাস করছে।

apple iphone xcvbnm

প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে, অ্যাপল ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে ২ মিলিয়ন আইফোন বিক্রি করেছে। ভারতে আইফোন বিক্রীর ১৮% রাজস্ব এসেছে ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে। প্রতি বছরের হিসেবে ১১% বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত Q4 এ iPhone 14 থেকে ৫৯% রাজস্ব লাভ হয়েছে। ৩২% লাভ হয়েছে iPhone 13 থেকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button