সিনেমা ছেড়ে সিরিয়াল, ‘জল থই থই”-র জন্য কত টাকা নিচ্ছেন অপরাজিতা? জানালেন অভিনেত্রী

‘জল থই থই ভালোবাসা’, আর কিছুদিনের মধ্যে এই সিরিয়ালটি স্টার জলসায় (Star Jalsha) প্রচারিত হবে। ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। দীর্ঘদিন পর তাঁকে আবারও কোনও ধারাবাহিকে দেখা যেতে চলেছে। যারপর থেকে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। এদিকে অপরাজিতা আঢ্য এমনই একটি নাম যেখানে পরিচালক, প্রযোজকদের অন্য কিছু দেখতে হয় না। অভিনেত্রীকে শেষবার জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে দেখা গিয়েছিল। আর এই সিরিয়াল সত্যিই সুপার ডুপার হিট হয়ে গিয়েছিল। এদিকে অপরাজিতা আঢ্য কিন্তু শুধুমাত্র সিরিয়ালে থেমে নেই, তিনি চুটিয়ে সিনেমাতেও অভিনয় করছেন।

অভিনেত্রীকে নিয়ে তৈরি হল বিতর্ক!

কিন্তু হঠাতই যেন অভিনেত্রীকে নিয়ে তৈরি হল বিতর্ক। অভিযোগ, অপরাজিতা আঢ্য নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন। তিনি এই জল থই থই ভালোবাসা সিরিয়াল করতে নাকি অনেকটা মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বলে গুজব উঠেছে। সত্যিই কি তাই? কী বলছেন অভিনেত্রী? প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-এর অধীনে এই সিরিয়ালটি প্রযোজনা করেছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়।

জল থই থই ভালোবাসার গল্প লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়ঃ

এছাড়া জল থই থই ভালোবাসার গল্প লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। গল্পটি মুখ্য চরিত্রে কোজাগরী বসু এবং তার মেয়ে টোটার মধ্যেকার সম্পর্কের অনুসন্ধান করে। দেবোত্তম মজুমদার ও অর্ণব ব্যানার্জি অপরাজিতার দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন। দেবোত্তমকে সর্বশেষ দেখা গিয়েছিল লীনার ধারাবাহিক বালিঝরে, যেখানে অভিনয় করেছিলেন তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশিস রায়। অর্ণব আলতা ফোরিং-এ নায়কের চরিত্রে অভিনয় করার পরে একটি জনপ্রিয় নাম হয়ে ওঠেন।

অপরাজিতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়!

সম্প্রতি অপরাজিতার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিতে বড় বাজেট লাগে।’ এখান থেকেই যত জল্পনা কল্পনার সৃষ্টি। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু আমাকে নিয়ে সিরিয়াল করা আর্থিক ভাবেও অনেকটা বড় জায়গা রাখে। আমাকে নিতে গেলে মানুষকে ভাবনা-চিন্তা করতে হয়। কারণ অর্থের একটা বড় জায়গা আছে।’

aparajita adhya 5nov

চিনি, চিনি ২ সিনেমায় মা-মেয়ের এক দুর্দান্ত কেমেস্ট্রি ধরা পড়ে। এবার এই বিষয়টি সিরিয়ালেও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এবার ফেরা যাক মূল কথায়। পারিশ্রমিকের বিষয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তিনি জানান, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকে কেন ফিরছ না? আমার জবাব ছিল আমাকে নিতে গেলে তো গল্প নিয়ে ভাবতে হবে। চরিত্র নিয়ে ভাবতে হবে। আর্থিক বিষয়টাও আছে। তবে আমি তো বলিনি আমাকে নিতে গেলে অনেক টাকা দিতে হবে। এই ধরো বুম্বাদাকে নিয়ে কোনও কাজ করলাম, সেক্ষেত্রেও তো প্রথমেই আমাকে গল্পটা নিয়ে ভাবতে হবে। সেই সঙ্গে আর্থিক বিষয়টাও আছে। এটাই তো স্বাভাবিক। সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে গল্পের বিষয় যেমন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আর্থিক স্বচ্ছন্দ্যের বিষয়টাও। তাকে তো আমি যা খুশি তাই দিতে পারি না। তবে এই কথাগুলোকে যদি ভুলভাবে পরিবেশন করা হয় তার দায় তো আমার নয়।’