সেট টপ বক্সের দিন শেষ, আবারও ফিরছে অ্যান্টেনা! ফ্রিতে চলবে ২০০ চ্যানেল, পদক্ষেপ সরকারের

কিছুবছর আগেই টিভি (Television) দেখার জন্য অথবা রেডিও (Radio) চালানোর জন্য ছাদে অ্যান্টেনা (Antenna) লাগানোর প্রয়োজন হতো। একটু এদিক ওদিক করলে সাথে সাথেই আউট অফ সিগন্যাল (Signal) হয়ে যেত সেগুলো। কিন্তু আজকাল আর কোনো সমস্যাই নেই।
আজকাল সেট টপ বক্সের (Set-top box) মাধ্যমে দিব্যি চলছে টিভি। সেই অ্যান্টেনার আর প্রয়োজন নেই। আজকাল অবশ্য সেট টপ বক্সের যুগও গিয়েছ। স্মার্ট টিভির বাজার বাড়ছে, আর হারিয়ে যাচ্ছে পুরনো সমস্ত প্রযুক্তি। লেটেস্ট প্রযুক্তি পৌঁছে যাচ্ছে বিশ্বের কোণায় কোণায়।
বর্তমানে অবশ্য টিভি দেখার সময় আপনি নিজের পছন্দমত চ্যানেলের জন্যই টাকা দেন। প্রয়োজনীয় চ্যানেলগুলো বেছে নিয়ে একটি রিচার্জ প্যাক নিতে পারেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, আবারো ফিরছে সেই পুরোনো অ্যান্টেনা।
হ্যাঁ, অ্যান্টেনা ফিরছে কিন্তু আগের মতো সেই মান্ধাতার আমলের প্রযুক্তি নয়, এবার আরো উন্নত এবং সুবিধার সাথে আসবে এই পরিষেবা। এই নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। নিজের বক্তব্যে তিনি জানান, টিভি দেখা নিয়ে একটি নতুন চিন্তাভাবনা করা হচ্ছে সরকারের তরফে।
এই বিল্ড ইন স্যাটেলাইট থাকলে দরকার হবেনা কোনো সেট টপ বক্সের। যদিও তার জন্য প্রয়োজন হবে অ্যান্টেনার। ওই ইন বিল্ড স্ট্যাটেলাইট টিভিতে লাগানো থাকলে দেখা যাবে ২০০ এরও বেশি ফ্রি চ্যানেল। যদিও এখনও কয়েকটা দিন লাগবে এই বিষয়ে, তবে এই নিয়ে যে কাজ চলছে সেই বার্তা দেন অনুরাগ ঠাকুর।