কাঙাল পাকিস্তানের উপর স্ট্রাইক ভারতের, নয়া দিল্লির এই পদক্ষেপে রেগে আগুন ইসলামাবাদ

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আরও এক বড় পদক্ষেপ নিয়েছে ভারত (India)। এবার সোশ্যাল মিডিয়াতে (Social Media) প্রপাগান্ডা ছড়ানো পাকিস্তানের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে দেশের অন্দরে। অন্যবারের থেকে কিন্ত এবারের ব্যান সম্পূর্ন আলাদা। কারণ এবার পাকিস্তানি সরকারের বিভিন্ন অ্যাকাউন্টের ওপরই ব্যান লাগানো হয়েছে।

সরকারের তরফে এবিষয়ে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, একটি আইনি মামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকারের টুইটার হ্যান্ডেল ভারতে ব্যান করা হয়েছে। গত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য পাকিস্তানি টুইটার হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। যদিও ঠিক কী কারণে এই ব্যান তা এখনো জানা যায়নি।

এবিষয়ে টুইটারের গাইডলাইন এমন রয়েছে যে, আদালতের তরফে নির্দেশ এলেই অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া সম্ভব। বিদেশে অবস্থিত পাকিস্তানের বিভিন্ন টুইটার হ্যান্ডেল ব্যান করা হয়ছে সরকারের তরফে। যদিও এখনই এবিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত অথবা পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

india bans twitter accounts of several pak embassies

উল্লেখ্য, গতবছর অক্টোবর মাসে পাকিস্তানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়। তার আগে জুলাই মাসেও একবার নিষিদ্ধ করা হয়েছিল। এরপর আরও একবার সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা চালানো পাকিস্তানের সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো ভারতের তরফে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button