ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক অতীত! এবার শ্রাবন্তীকে বিয়ের ইচ্ছেপ্রকাশ অঙ্কুশের

র্তমানে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে দেখা যাবে চারিদিকে শুধু ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) এবং অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তারা দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক রয়েছেন। কিন্তু সম্প্রতি অঙ্কুশ তার প্রিয় বান্ধবীর সাথে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি দিয়ে লিখেছেন, কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না।

অঙ্কুশের সেই পোস্টের পর থেকেই তুমুল ঝড় উঠেছে। সন্দেহ হচ্ছে তাহলে কি এবার সম্পর্ক শেষ করার কথা ভাবছেন দুজনে? এরকম হাজারো প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অঙ্কুশের বিয়ের ব্যাপারে তিনি নিজে বেশ আগ্রহী।

screenshot 2023 02 13 at 12.33.06 pm

কয়েকদিন আগেই অঙ্কুশ বিয়ে হচ্ছেনা লেখার পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। চিন্তায় টলিপাড়াও। আর এই চিন্তা থেকে মুক্তি দিতেই শ্রাবন্তী আঁটেন নয়া ফন্দি। আর সেখান থেকে সোজা ভিডিও বার্তায় প্রশ্ন করেন ঐন্দ্রিলা-অঙ্কুশকে! তাহলে কি বললেন শ্রাবন্তী?

শ্রাবন্তীর অঙ্কুশ এবং ঐন্দ্রিলার উদ্দেশ্যে প্রশ্ন করেন, “তোদের একসঙ্গে কত বছর হল বল তো? তোদের রিলেশনশিপ বোধহয় ১২ বছরের বেশি হয়ে গিয়েছে। অনেকদিন তো হল! বিয়েটা কবে করছিস?” অঙ্কুশ এই প্রশ্নের উত্তরে এমন কিছু বলেন যা দর্শকদের কাছে বেশ শকিং!

অঙ্কুশ উত্তর দেন, “ধুর! সবসময় ভালো লাগে না। সবাই একই প্রশ্ন করছে। কী করে বলি? লজ্জায় কারওকে কিছু বলতে পারছি না।” সাথে অঙ্কুশ আরও বলেন, “শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলর থাকায় এত প্রবলেম থাকে, তাহলে ও আমাকে বিয়ে করে নিক! আমার কোনও আপত্তি নেই।”

ঐন্দ্রিলা অবশ্য এই উত্তরে রক্তচামুণ্ডা রূপ ধারণ করেন। সেই দেখে পালাবার পথ পাননা অঙ্কুশও। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুর ঘুর করছে। উল্লেখ্য এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই নিয়ে মুখ খোলেন। আবির চট্টোপাধ্যায়ও ধমকেছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। তবে দর্শকদের ধারণা খুব পরবর্তী ছবির প্রমোশন করছেন দুজনে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button