সিনেমা চলে না, তাই অভিনয়ের পর এই ব্যবসা করেন অঙ্কুশ! ফাঁস করে দিলেন মিঠুন চক্রবর্তী

বক্স অফিসে সাফল্য মেলেনি সেরকম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে (Social Media) তুমুল জনপ্রিয় অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। যদিও সেরকম তারকাসুলভ ভাব নেই তার, বরং তিনি জনপ্রিয় নিজের মজাকি কান্ডকারখানার জন্য। বেশ অবাক করা কাজ করে থাকেন তিনি। গুরুগম্ভীর জায়গাকেও সহজ করে তুলতে তার জুড়ি মেলা ভার।
নায়ক তো ছিলেনই, সাথে সঞ্চালনার কাজটাও শুরু করে দিয়েছেন তিনি। বিগত বছর থেকেই ড্যান্স বাংলা ড্যান্সের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অঙ্কুশ। যদিও গতবার তার সাথে বিক্রম চট্টোপাধ্যায়ও ছিলেন, মুক্তি এবার একাই বেশ টানছেন তিনি। এবছর আবার ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাই সব মিলিয়ে ভালই চলছে ড্যান্স বাংলা ড্যান্সের আসর।
অঙ্কুশ তার সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়ে দর্শক সহ শোয়ের বিচারকদের পেটেও খিল্লি ধরিয়ে দিচ্ছেন। যদিও তিনি খোঁচা খেতে থাকেন মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, শ্রাবন্তীদের থেকে। কিন্তু বাচ্চাদের সাথে তার বেশ ভালো জুটি জমে। সম্প্রতি আবার এক ক্ষুদে প্রতিযোগীর সঙ্গে তাঁর খুনসুটি ভাইরাল হয়েছে।
অঙ্কুশ মঞ্চ থেকেই ঘোষণা করেন, ওই পুঁচকে মেয়েটি নাকি ভাল রান্না করে। এরপর তিনি আবার বাচ্চাটির কথামতো শিঙারা বানানোর নাটক করতেও বসে পড়েন। অঙ্কুশ মিছিমিছি শিঙারা বানানোর নাটক করতে থাকেন। এদিকে তার এহেন রান্নার ধরণ দেখে মিঠুন সরাসরি জিজ্ঞাসা করে ফেলেন, অঙ্কুশ কি গোপনে ক্যাটারিং চালান নাকি? কারণ মিঠুনের কথায়, দক্ষতা না থাকলে তো এভাবে রান্নার অভিনয় করা সম্ভব নয়।
শুভশ্রীর বক্তব্য, প্রতিদিন বাড়ি ফিরে অঙ্কুশকে তো এসবই করতে হয়। তাই এত ভাল করে সবটা দেখাতে পারলেন। শ্রাবন্তী বলেন, অঙ্কুশকে বেশ মানিয়েছে এই কাজে। হাসি ঠাট্টা মিলিয়ে বেশ ভালোই চলছে ড্যান্স বাংলা ড্যান্সের আসর। মহাগুরু ফেরার পর থেকে TRP তালিকাতেও বড়সড় ফারাক এসেছে।