ইলন মাস্ককে উপযুক্ত জবাব আনন্দ মহিন্দ্রার, মুখ বন্ধ হল বিশ্বের সেরা ধনী ব্যক্তির

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। Entrepreneur জগতে তার সমকক্ষ ব্যক্তি নেই বললেও ভুল বলা হয়না। দক্ষিণ আফ্রিকাতে জন্মগ্রহনকারী এই ব্যক্তি আজ টেসলা, স্পেস এক্স সহ বেশ কয়েকটি কোম্পানির মালিক। ইলনের স্পেসএক্স একসাথে 143টি ছোট উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে একটি অনন্য বিশ্ব রেকর্ড তৈরি করেছে।
স্পেস এক্স এই কাজ করে 2017 সালে ইসরোর পাঠানো 107টি উপগ্রহের রেকর্ড ভেঙে দিয়েছে। ইলন মাস্ক আজ 229.6 বিলিয়ন ডলারের সম্পদ সহ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ধারে কাছেও কেও নেই। তবে শুধু টেক এর জগতেই নয়, ইলন মাস্ক একজন বিখ্যাত একজন ইন্টারনেট সেনসেশন।
ইলন মাস্ক তার বৈপ্লবিক চিন্তাভাবনার দ্বারা গাড়ির জগতে বিপ্লব নিয়ে আসেন। চিরতরে বদলে দেন গাড়ির ধারনাকে। তার তৈরি গাড়ি মানুষের ভ্রমণের উপায় পরিবর্তন করেছে। বস্তুত তিনি অডি, মার্সিডিজ বেঞ্জ এর মত সংস্থার সাথে সম্মুখ সমরে নেমে নিজের বাজার তৈরি করেন।
এদিকে ভারতেও অন্যতম প্রশংসিত ব্যক্তিত্ব আনন্দ মাহিন্দ্রা। ভারতীয় এই বিজনেস টাইকুন টুইটারে বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়াতে তার ভক্ত এবং অনুগামীদের জন্য তিনি প্রতি মুহূর্তে বেশ আকর্ষণীয় টুইট নিয়ে আসেন। আর এবার তিনি যোগ্য উত্তর দিয়েছেন মাস্ককে। আর সেই ট্যুইট ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।
মাস্ক টুইট করেন যে , “ উৎপাদন করা বেশ কঠিন বিশেষত ইতিবাচক নগদের ক্ষেত্রে উৎপাদন করা কার্যত অসম্ভব”। আর তাকে যোগ্য জবাব দেন আনন্দ মহিন্দ্রা। তিনি লিখেন এটা সত্যিই, কিন্তু আমরা কয়েক দশক ধরে এই কাজ করে যাচ্ছি। এইজন্য অনেক ঘাম ঝরাতে হচ্ছে কিন্ত কঠোর পরিশ্রমের সাথে আমরা এটা করে যাচ্ছি। এটাই আমাদের জীবনের পথ।