২২০০ টাকা বিনিয়োগে প্রতিমাসে মিলবে ১ লাখ টাকা পেনশন! আজই খুলে ফেলুন এই অ্যাকাউন্ট

নিজের সঞ্চয়ের উপর ভাল রিটার্ন পেতে কে না চায়। কিন্তু ভালো রিটার্ন পাওয়ার জন্য এই ব্যাপারে কিছু পড়াশোনা করে তারপর বিনিয়োগ করা উচিৎ। আজ আমরা আপনাদের জানাবো কীভাবে আপনি নিজের সঞ্চয়ের ওপর সেরা রিটার্ন পেতে পারেন। কিন্তু বিনিয়োগ করার আগে মাথায় রাখবেন যে, ভবিষ্যতে আপনি কীরকম রিটার্ন পাবেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে বেড়ে চলা খরচের বহরের দিকে তাকিয়ে বলা যায় যে, বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ন। বিনিয়োগ করা অর্থ ভবিষ্যতে আপনার দারুণ কাজে আসতে পারে। প্রয়োজনীয় সমস্ত কাজের জন্য আপনি এই টাকা খরচ করতে পারেন। এছাড়া অবসরের পর শেষ বয়সে যাতে কোনো অভাব না আসে সেদিকটাও নজরে রাখতে হয়। তাই আজ থেকেই সঠিক জায়গায় বিনিয়োগ শুরু করা উচিত।
বিনিয়োগ করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ভবিষ্যতে বেশি পরিমাণ রিটার্ন দেবে আপনাদের। আর তাই আজ থেকেই বিনিয়োগ করতে চাইলে আপনি মিউচুয়াল ফান্ডের এসআইপি প্ল্যান পছন্দ করতে পারেন। সেখানে আপনি আজ বিনিয়োগ করলে বৃদ্ধ বয়সে অবসর নেওয়ার পরে ঘরে বসে পেনশন পেতে থাকবেন। এই পেনশনের পরিমাণ কয়েক হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে।
মিউচুয়াল ফান্ড এসআইপি বিনিয়োগ কী: আজকের আধুনিক সময়ে, অনেক লোক মুনাফা অর্জনের জন্য মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে, যার মাধ্যমে তারা আরো ভাল আয় করার সুযোগ পেয়ে যায়। কিন্তু অবসর জীবনের কথা মাথায় রেখে, মিউচুয়াল ফান্ড সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) শুরু করেছে। এখানে যাতে আপনি প্রতি মাসে আপনার উপার্জনের কিছু অংশ বিনিয়োগ করতে পারেন।
SIP-এর মাধ্যমে, কোনো গ্রাহক 15 বছরের বিনিয়োগে 15 শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন। আর এই কারণে আপনাকে নিজের মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে প্রতি মাসে মাত্র 2,200 টাকা বিনিয়োগ করতে হবে। এবার আপনি চাইলে ইচ্ছানুযায়ী বিনিয়োগের পরিমাণও বাড়িয়ে ফেলতে পারেন। আর এই পলিসি ম্যাচিওর হলে প্রতি মাসে 1 লাখ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
উদাহরনস্বরূপ ধরেননি আপনার বর্তমান বয়স 30 বছর, এবং আপনি এখনই একটি SIP শুরু করেছেন। এবার পরবর্তী 30 বছরের জন্য আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে। তাহলে 70 বছর বয়সে আপনি ভাল রিটার্ন সহ প্রতি মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। প্রসঙ্গত, এই পরিকল্পনাতে, আপনি আপনার পেনশনের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারেন যদি বিনিয়োগের পরিমান আরো একটু বেশী হয়।