বিরল রোগে আক্রান্ত, পারছেন না হাঁটতেও! ভক্তদের জন্য খোলা চিঠি যন্ত্রণায় কাতর অমিতাভের

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) নিয়ে আরো একবার এক বড় দুঃসংবাদ এসেছে। ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির শুটিং করার আগে এক অ্যাকশন দৃশ্যে পাঁজরে আঘাত পেয়েছেন বিগ বি। জানা গিয়েছে তার পাঁজরের পেশী ছিঁড়ে গিয়েছে। তারপর থেকেই নিজের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ বচ্চন।

বর্তমানে তার স্বাস্থ্যের আরো অবনতি দেখা দিয়েছে। জানা যাচ্ছে ফোস্কা দেখা যাচ্ছে গোটা শরীরে। পায়ের পাতার নিচে ক্যালাসের ভিতর ফোস্কা পড়েছে। আর তার ফলে অসহ্য শারীরিক যন্ত্রণায় ভুগছেন বিগ বি। সোশ্যাল মিডিয়াতে নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিতে গিয়ে অমিতাভ জানান, তার হাঁটাচলা একপ্রকার বন্ধ।

শুটিং চলাকালীন পাঁজরের কার্টিলেজ ভেঙেবিপত্তি বাঁধিয়ে ফেলেন তিনি। এই চোট সারতে যে সময় লাগবে সেকথা আর বলার অপেক্ষা রাখেনা। দীর্ঘ বিরতি নিতে হয়েছে তাকে। তবে বাড়িতে বসেই ভক্তদের সাথে যোগাযোগ রেখেছেন তিনি। পাঁজরের চোটের কারণে যে তিনি ভালই কষ্ট পাচ্ছেন সেকথা লিখেছেন তিনি। পায়ের অসহ্য যন্ত্রণার কারণে এখন বেড়েছে সমস্যা।

কী বলছেন চিকিৎসকরা? চিকিৎসকরা জানান, বিগবি যে রোগে ভুগছেন তা খুব জটিল রোগ না হলেও বেশ কষ্টদায়ক। এই রোগের কারণে পায়ের পাতা বা হাতের তালুর চামড়া রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়ে অনেকটা কড়ার মত দেখতে হয়ে যায়। ক্যালাসের ভেতর ফোস্কা পড়ে যাওয়ায় যন্ত্রণা বেড়েছে তার। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সেরে ওঠা শুধু সময়ের অপেক্ষা।

অমিতাভ বচ্চনের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন সবাই। শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরতে হবে তাকে। সেজন্য নিজের বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন বিগ বি। উল্লেখ্য, ৬ মার্চ আঘাত পান তিনি। এই ‘প্রজেক্ট কে’ ছবিতে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button