মিঠুন, জিৎ-র সঙ্গে বড় ছবিতে অভিনয়! প্রয়াত কিংবদন্তী বাঙালি অভিনেতা, শোকস্তব্ধ টলিপাড়া

ফের বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এল। মাত্র ৩-৪ দিনের মধ্যে আরও একজন অভিনেতার মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গেল বিনোদন জগতে।
আপনি জানতে হয়তো অবাক হবেন যে, এবার প্রয়াত হয়েছেন কিংবদন্তী বর্ষীয়ান বাঙালি অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় (Amarnath Mukherjee)। এদিকে এই কিংবদন্তীর মৃত্যুতে নতুন করে শোকে ডুবল বাংলা চলচ্চিত্র দুনিয়া।
জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় অমরনাথ মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ‘অমরনাথকাকু ভালো থেকো অন্য পৃথিবীতে। তোমার নম্বরটা থেকে যাক আমার মুঠোফোনে ।‘
ডিস্কো ডান্সার, সাথী, দালাল, তেহখানা, সঙ্গী, মৌচাক, বসন্ত বিলাপ, নিশান, রাম তেরে কিতনে নাম, আগমন, আপন আমার আপন, জনম জনমের সাথী, ধন দৌলত, উলটা সিধা, কুহেলি, স্বয়ংসিদ্ধা, বন্দি, সেই চোখ, আলো, স্ত্রী, আমরা সহ একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন।