আবহাওয়ায় ব্যাপক বদল, উত্তরের ২ এবং দক্ষিণবঙ্গের ৩ জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস

কলকাতা (Kolkata) এবং শহরতলীর বিভিন্ন জায়গায় মেঘেদের ঘনঘটা রয়েছে। মেঘলা আকাশের কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে। তাহলে কী শীঘ্রই মুষলধারে বৃষ্টি শুরু হবে? কী জানাচ্ছে হাওয়া অফিস? এক নজরে দেখে নেওয়া যাক আজ আবহাওয়া (Weather) কেমন থাকবে।

কলকাতায় সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩৪ ডিগ্রী অবধি যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস। যা কিনা বুধবারের থেকেও (২২.৪°C) কম। তাপমাত্রা আপাতত বেশ স্বাভাবিকই থাকবে। এরই সাথে আপেক্ষিক আর্দ্রতা থাকছে ৮৬%।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে : উত্তরবঙ্গের (North Bengal) তাপমাত্রায় বিরাট পরিবর্তন আসবে। দার্জিলিং, কালিম্পং এর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের বাকি স্থানে অবশ্য বৃষ্টিপাত থাকছেনা। এছাড়া আবহাওয়াতেও খুব একটা বড় পরিবর্তন আসবেনা।

varanasi: vehicles wade through a water logged street after heavy rains, in varanasi on july 11, 2019. (photo: ians)

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে : দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া আপাতত শুকনো থাকবে। এছাড়া আগামী ২৪ ঘন্টয়, অর্থাৎ শনিবার সকালের পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%

আগামীকাল কেমন থাকবে : হাওয়া অফিস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে। শনিবার থেকে আবহাওয়াতে বদল আসতে পারে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button