নির্বাচনের (Election) মরসুম আসছে। নির্বাচনে ভোট দেওয়ার সময় আপনার একটি ভোটার আইডি কার্ড (Voter Id) থাকা অত্যন্ত প্রয়োজন। এটাই আপনাকে ভোটাধিকার দেয়। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানায় নভেম্বরে নির্বাচন হওয়ার কথা। এ ছাড়া আগামী বছর ২০২৪ সালে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ভোট দেওয়ার সময় ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে নিশ্চয়ই।
আপনারও কি ভোটার কার্ড আছে? বা হারিয়ে গিয়েছে? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। অনেক সময় এমন হয় যে, গত নির্বাচনের সময় আপনার নাম ভোটার তালিকায় থাকলেও আগামী নির্বাচনে আপনি জানতে পারবেন নাম কেটে ফেলা হয়েছে। এহেন পরিস্থিতিতে এবার বড় পদক্ষেপের পথে হাঁটল জাতীয় নির্বাচন কমিশন। আপনিও যদি পুরনো ভোটার হয়ে থাকেন বা নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর।
জানা গিয়েছে, সময় থাকতে থাকতেই এবার নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করন, সেইসঙ্গে নাম সংশোধন করার কাজ শুরু করে দেওয়া হলো। আর এই কাজ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বলে জানা যাচ্ছে।
আপনিও যদি ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি জরুরি ঘোষণা। নির্বাচন কমিশন জানিয়েছে, কেউ যদি ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে চাইলে সে বুথ লেভেলে আবেদন করতে পারবে। ৪, ৫, ১৮, ২৫, ২৬ নভেম্বর ও ২ এবং ৩ ডিসেম্বর আপনি এই আবেদন জানাতে পারবেন বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।
আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে যদি কেউ তার ভোটার তালিকায় থাকা কোন তথ্যের পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান সেক্ষেত্রে তাকে ৮ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আপনাকে ৭ নম্বর ফর্ম ফিলআপ করতে হবে। এছাড়া যদি আপনি ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলে আপনাকে ফিলাপ করতে হবে ৬বি ফর্ম। অনালাইনে আবেদন করতে চাইলে আবেদনকারীকে https://voters.eci.gov.in/ -এই ওয়েবসাইটে যেতে হবে।