আবারও আরবিআই-এর (Reserve Bank of India) কোপের মুখে পড়ল দেশের দুটি বড় ব্যাঙ্ক (Bank)। যারপর থেকে চরম উৎকণ্ঠায় দিন কাটাতে শুরু করেছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোপের মুখে পড়েছে অজন্তা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক। এই সমবায় ব্যাঙ্কের ওপরও বিধিনিষেধ আরোপ করল RBI। এই খবর প্রকাশ্যে আসতেই বুধবার থেকে ব্যাঙ্কের সমস্ত শাখায় ভিড় করতে শুরু করেন অ্যাকাউন্টহোল্ডাররা।
জানা গিয়েছে, বিগত ২৯ শে আগস্ট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ঘোষণা করেছে যে তারা অজন্তা নাগরী সমবায় ব্যাংকের (এসিও-বিআই) উপর বিধিনিষেধ আরোপ করেছে। বুধবার সকাল থেকে আমানতকারী ব্যাংকে অবস্থান বিক্ষোভ দেখতে শুরু করেছেন। এদিকে আরবিআই-এর তরফে এহেন নির্দেশিকা আসতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
অভিযোগ কয়েকজন আমানতকারী গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যারও চেষ্টা করেন। অজন্তার পাশাপাশি আরবিআই-এর রোষের মুখে পড়েছে পূর্বাঞ্চল কো-অপারেটিভ ব্যাঙ্কও। শোনা যাচ্ছে, আগামী ৬ মাসে অবধি দেশের এই দুই সমবায় ব্যাঙ্কের ওপর বিধিনিষেধ আরোপ থাকবে।
সম্প্রতি আরবিআই-এর তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী ৬ মাস ব্যাঙ্কগুলি কাউকে ঋণ দিতে পারবে না, কোথাও বিনিয়োগ করতেও পারবে না। পাশাপাশি নতুন আমানত সংগ্রহেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ ছাড়া তারা কোনও জিনিস বিক্রি বা হস্তান্তরও করতে পারবে না।
যদিও আমানতকারীদের কোনো সমস্যা হবে না। সাধারণ গ্রাহক সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন বলে সাফ জানিয়ে দিয়েছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাঙ্কগুলি বিধিনিষেধের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে।
তবে নিয়মে পরিবর্তন হলেও হতে পারে বলে ও ইঙ্গিত দেওয়া হয়েছে। RBI বলছে, ব্যাঙ্কের সাধারণ গ্রাহক আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে একই ক্ষমতা এবং একই অধিকারে তাঁদের আমানতের ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমা পাওয়ার যোগ্য।