বুধবার থেকেই ঝেঁপে বৃষ্টি! ভাসবে দক্ষিণবঙ্গের ৮ জেলা, লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দফতর

বুধবার থেকেই দেখো আবহাওয়া বদলে যাবে, জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো একপ্রকার নির্ঝঞ্ঝাটভাবেই কেটেছে উৎসব প্রিয় বাঙালিদের। কোনোরকম বৃষ্টি নয়, মূলত ঠান্ডা আবহাওয়াতেই কেটেছে পুজো পার্বণ। এদিকে নভেম্বর মাসেই রয়েছে কালীপুজো থেকে শুরু করে দীপাবলি, ধনতেরাস ছটপুজো সহ বেশ কিছু উৎসব। সকলের একটাই প্রশ্ন এই পুজোগুলোকে বৃষ্টিহীন ভাবেই কাটবে তো? বড় রকমের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস যা শুনে আপনিও চমকে উঠতে পারেন। দুর্গাপুজোর সময় প্যাচপ্যাচে ও ভ্যাপসা গরম থেকে অনেকটাই মুক্তি পেয়েছিলেন বাংলার মানুষ। কলকাতা শহর তো ছিলই এর পাশাপাশি বাংলার একের পর এক জেলায় মনোরম আবহাওয়া বজায় ছিল।

   

কিন্তু এবার এই মনোরম আবহাওয়াকে বিদায় জানানোর পালা কারণ বুধবার থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গসহ (South Bengal) উত্তরবঙ্গেরও (North Bengal) একের পরের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না শহর কলকাতাও। মাঝে কিছু সময় উত্তুরে হাওয়া প্রবেশ করছিল বাংলায়। কিন্তু এবার এই উত্তুরে হাওয়াতেই রীতিমতো ‘ব্রেক’ পড়তে চলেছে।

মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

rain wb weather sep

অন্যদিকে বুধবার থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অর্থাৎ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর কিছু কিছু এলাকায়, তবে  খুব হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।