আবারও মহার্ঘ্য হল পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel Fuel) দাম। এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। ধুঁকছে সরকার। এদিকে সরকারের খামখেয়ালীপনার মাসুল গুণতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। কবে এই জ্বালা থেকে মুক্তি মিলবে? উত্তর নেই কারোর কাছে। এসবের মাঝেই মারাত্মক দাম বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের। ফলে সকলের একটাই প্রশ্ন, রাস্তায় কি আর গাড়িও বের করা যাবে না? এহেন পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে (Pakistan)। সেখানে আবারও একবার চড়া দামে বিক্রি হতে শুরু করেছে জ্বালানি তেল। এদিকে এই পেট্রোল ডিজেল কিনতে গিয়ে একপ্রকার নাভিশ্বাস উঠছে মানুষের।
যত সময় এগোচ্ছে ততই যেন ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান শুক্রবার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা করেছে সেদেশের সরকার। পাকিস্তানের অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতিতে সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বৃদ্ধির প্রবণতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬.০২ পাকিস্তানি টাকা (PKR) এবং হাই স্পিড ডিজেলের দাম লিটার প্রতি ১৭.৩৪ টাকা বৃদ্ধি পেয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় বৃদ্ধি। পাকিস্তানে পেট্রোলের দাম এখন প্রতি লিটারে ৩৩৩.৩৮ টাকা এবং হাই স্পিড ডিজেলের দাম লিটার প্রতি ৩২৯.১৮ টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
চলতি মাসের শুরুতে পাকিস্তানে প্রথমবারের মতো পেট্রোলের দাম ৩০০ টাকা ছাড়িয়ে যায়। অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছেন পাকিস্তানের সাধারণ মানুষ। পাকিস্তানে মুদ্রাস্ফীতি, ডলারের দাম বৃদ্ধি, ব্যয়বহুল বিদ্যুৎ বিল এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে জনগণ ইতিমধ্যে সমস্যায় পড়েছে।
গত জুলাই মাসে আইএমএফ-এর কাছ থেকে ৩ বিলিয়ন ডলার ঋণ নিয়েও দেশের সুরাহা হয়নি। এদিকে চলতি বছরের নভেম্বর মাসেই সেখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বাড়ছে রাজনৈতিক তাপ উত্তাপ। এদিকে বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধি আসন্ন এই নির্বাচনে অনেকটাই পড়বে বলে মনে করছে বিশিষ্ট মহল।