নুসরত জাহান (Nusrat Jahan), আস্ত একখানা বিতর্ক তিনি। যাই করুন না কেন প্রত্যহ সংবাদ শিরোনামে থাকেন নুসরত। সাহসী ফটোশ্যুট হোক অথবা ব্যক্তিগত জীবন, শিরোনামে থাকা তার চাই-ই চাই। এবার আরো একবার বিরাট হইচই পড়ে গিয়েছে নুসরতের পোস্ট ঘিরে।
শরীরের কার্ভ লাইন হোক অথবা নিজের সেক্সী ফিগার, কোনো কিছুই লুকিয়ে রাখেন না তিনি। সবার সাথে শেয়ার করে নেন তিনি। আবারো একবার বোল্ড ফটো দিয়ে সোশ্যাল মিডিয়াতে উত্তেজনার পারদ চড়ালেন নুসরাত। বিতর্ক উঠেছে তার নয়া লুক ঘিরে।
উত্তুরে শীতের হাওয়াকে নিজের বোল্ড লুক দিয়ে থমকে দিয়েছেন অভিনেত্রী। সেক্সি ফিগারে নয়া অবতারে ধরা দিয়েছেন তিনি। কালো রঙা ব্রা এবং ডেনিম জ্যাকেট পরে ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সাথে ডেনিম জ্যাকেটের সঙ্গে ম্যাচিং করে প্যান্টও পরেছেন তিনি। ব্যকগ্রাউন্ডে বাজছে ‘জেড়া নশা’ গান।
View this post on Instagram
এদিকে তার এই লুকে ঘায়েল বহু পুরুষ। রূপের মোহে কাতর হয়েছেন বহু পুরুষ। একসাথে ট্রোলিংও কম হচ্ছে না ছবিকে নিয়ে। অনেকেই নানান কথা বলতে শুরু করেছেন। কিন্তু একজন তাকে মনে করিয়ে দেন যে তিনি একজন সাংসদও বটেন।
নুসরতকে কটাক্ষ করে একজন লিখেছেন, ‘এই নাকি দেশের সাংসদ, এরা নাকি জনপ্রতিনিধি’। অপর একজন লেখেন, ‘সংসদ ভবন তোমার জন্য ধসে যাচ্ছে, ছিঃ’। কেউ আবার লেখেন, ‘সাংসদের নামে তুমি একটা কলঙ্ক’। আবার আরো একজন বডি শেমিং করে লিখেন যে, ‘শুকিয়ে গেছো তো। দড়ি হয়ে গেছো। একটু প্রোটিন খান, সঙ্গে আমিষ’।