আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? সরকারী চাকরি করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। নতুন ছুটি ঘোষণা করা হল নবান্নের (Nabanna) তরফে। কবে ছুটি, কিসের জন্য ছুটি জানেন? তাহলে বিস্তারিত জানতে এখুনই পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। সকলেই জানেন যে আগামী ৫ সেপ্টেম্বর ১৫-ধুপগুড়িতে বিধানসভা উপনির্বাচন রয়েছে। আর এই ভোটের কারণে ছুটির ঘোষণা করা হল সরকারের (Government Of West Bengal) তরফে। জানা গিয়েছে, Negotiable Instruments Act, 1881 অনুসারে উপ নির্বাচনের দিন সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে।
সেইসঙ্গে ধুপগুড়ি অঞ্চলের সরকারি সংস্থা, সরকারি আন্ডারটেকিং সংস্থা, কর্পোরেশন, বোর্ড, ও স্থানীয় সংস্থা এবং তার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সেইসঙ্গে রাজ্যের শ্রম বিভাগ দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানকে উপযুক্ত নির্দেশিকা জারি করে এই ছুটি সম্পর্কে জানাবে। আর এই ছুটি হবে সবেতন বলে খবর। এর পাশাপাশি সকল কর্মচারী যেন সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করে যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।
এছাড়া ধরুন আপনি যদি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বাইরে কাজ করে থাকেন এবং যেখানে ভোটের তারিখটি তার কর্মস্থলে ছুটি হিসাবে ঘোষণা করা হয়নি, সেক্ষেত্রে আপনাকে সেই তারিখে বিশেষ ছুটির অনুমতি দিতে হবে এবং ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস, স্থানীয় সংস্থা যদি নির্বাচনের কাজে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলিতেও ছুটির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর পর ধূপগুড়ি বিধানসভা আসনটি শূন্য হয়। ২০২১ সালে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায়কে পরাজিত করেন। সেই সময়ে তিনি পেয়েছিলেন ১,০৪,৬৮৮ ভোট এবং মিতালি রায় পেয়েছিলেন ১,০০,৩৩৩ ভোট।