টাটাকে (Tata Group) কয়েক কোটি টাকার জরিমানা দিতে হবে রাজ্য সরকারকে (Government Of West Bengal), এটা আগেই রায় দিয়েছিল আদালত, এদিকে এর রেশ কাটতে না কাটতেই রাজ্যের মাথায় আরও একটি নতুন বোঝা চাপিয়ে দিল আদালত। তাও আবার কয়েকশো নয়, হাজার কোটি টাকার। যার জেরে পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে বেশ ফাঁপরে পড়বেন বলে মনে করছে বিশিষ্ট মহল।
হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডকে (Haldia Petrochemicals) ৩,২৮৫ কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যিক বিরোধে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় জিতেছে চ্যাটার্জি গ্রুপ (TCG)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চাপ বাড়িয়ে ভারতের দুই প্রাক্তন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে গঠিত সালিশি প্যানেল রাজ্য সরকারের আপত্তি প্রত্যাখ্যান করে চ্যাটার্জি গ্রুপের পক্ষে রায় ঘোষণা করেছে বলে জানা গিয়েছে। ফলে টাটা তো ছিলই এবার আরও এক কোম্পানিকে কয়েক কোটি টাকা ফেরত দিতে হবে সরকারকে।
বাংলায় বিনিয়োগে রাজি করানোর জন্য যে ইনসেনটিভ দেওয়া হয়েছিল তা দিতে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি সংস্থার সাথে রাজ্য সরকারের আইনি বিরোধ রয়েছে। যার মধ্যে অন্যতম হল এই চ্যাটার্জি গ্রুপ। জানা যায়, হলদিয়া পেট্রোকেমিক্যালস বেশ কয়েক বছর ধরে মালিকানা বিরোধে জর্জরিত ছিল। রাজ্য সরকার এবং নিউইয়র্কভিত্তিক টিসিজি – প্রমোটাররা – অবশেষে প্রায় এক দশক আগে বিরোধটি নিষ্পত্তি করেছিল। অন্যদিকে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর এইচপিএল, টিসিজি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় শেয়ার ক্রয় চুক্তি অবধি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বলা হয়, এইচপিএলকে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে ১৯ বছরের মধ্যে ৩,২৮৫ কোটি টাকার অব্যবহৃত ইনসেনটিভের ৭৫ শতাংশ গ্রহণের অনুমতি দেওয়া হবে। সেই চুক্তি অনুযায়ী ২০১৬ সাল থেকে ১৯ বছরে ৩ হাজার ২৮৫ কোটি টাকা হলদিয়া পেট্রো কেমিক্যালসের পাওয়ার কথা। যদিও সেই টাকা মেলেনি। ফলে ২০১৭-র থেকে ২০২২-এর মার্চ মাস পর্যন্ত ১০৮৪.৭ কোটি টাকা বকেয়া রয়েছে। এখন এই টাকাই দ্রুত সরকারকে মেটাতে হবে।