সতীশ কৌশিকের পর আরও এক নক্ষত্র পতন বলিউডে! প্রয়াত বিখ্যাত অভিনেতা সমীর খাখর

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যুর পর এবার সিনেমা জগত থেকে আরও এক দুঃসংবাদ এল। এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন অভিনেতা সমীর খাখর (Sameer Khakhar)। ছোট ছোট চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতেন সমীর খখর। তবে দীর্ঘদিন আগেই সমীর সিনেমাজগতকে বিদায় জানিয়ে আমেরিকায় চলে যান।

আমেরিকা থেকে আসার পর, চলচ্চিত্র ছাড়াও, সমীর কিছু টিভি শো যেমন আদালত এবং সঞ্জীবনীতেও কাজ করেছিলেন। এছাড়াও তিনি Zee5-এর ওয়েব সিরিজ সানফ্লাওয়ারেও অভিনয় করেছিলেন সমীর। ইউটিউবে মুক্তি পাওয়া শর্ট ফিল্ম পুরানা পেয়ারেও দেখা গিয়েছে তাকে। ২০২০ সালে তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকীর চলচ্চিত্র সিরিয়াস ম্যান-এ অভিনয় করে লাইমলাইটে আসেন। ওই ছবিতে তিনি একজন রাজনীতিবিদ হয়েছিলেন এবং এই চরিত্রে অভিনয় করে বেশ নামও কামিয়েছিলেন।

sameer khakhar essayed the role of khopdi in the hit 80s tv show nukkad

সোশ্যাল মিডিয়ায় বলিউডের তরফ থেকে খাখরের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শোক প্রকাশ করা হচ্ছে। ৭০ বছর বয়সী সমীরের মৃত্যু দর্শকদের মর্মাহত করেছে। সমীর খাখর ১৯৮৭ সালে জওয়াব হাম দেঙ্গে চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। এছাড়াও তিনি মেরা শিকার, শাহেনশাহ, গুরু, নফরত কি আন্ধি, পারিন্দা, শেহজাদে, ভার্দি, অব্বল নম্বর, ধরতি পুত্র এবং হাম হ্যায় কামালের মতো ছবিতে কাজ করেছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button