বিদায়ের পথে রোহিত শর্মা! কে হবেন টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক? উঠে এল ৫ জনের নাম

রোহিত শর্মার (Rohit Sharma) পর কে হবেন টিম ইন্ডিয়ার (India national cricket team) পরবর্তী অধিনায়ক (Captain)? চলতি বছরের বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে উঠতে শুরু করেছে এই প্রশ্ন। রোহিতের বয়স এখন ৩৬। ২০২৭ সাল পর্যন্ত তিনি অধিনায়ক থাকবেন এটা মেনে নয়া কঠিন। অতএব টিম ইন্ডিয়া চায় নতুন অধিনায়ক। রোহিত শর্মার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। এই দৌড়ে অনেক নাম রয়েছে। রোহিতের জায়গায় দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি তরুণ হলেও তার ফিটনেস এখন প্রশ্নবিদ্ধ।

   

rohit wc

হার্দিক পান্ডিয়া: গত বছর গুজরাট টাইটানসের হয়ে আইপিএল ২০২২ শিরোপা জেতার পর থেকেই তাঁর অধিনায়কত্বের দক্ষতা আলোচনায় এসেছে। একাধিকবার টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরাজয়ের পর মনে হয়েছিল তাঁকেই হয়তো টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওয়ানডেতেও রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপে হার্দিক সহ-অধিনায়ক ছিলেন, তবে তাঁর চোট দলের জন্য কঠিন প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত। আপাতত চিন্তা বাড়িয়েছে হার্দিকের চোট।

hardik pandya injury

কেএল রাহুল: কেএল রাহুল এমন একটি নাম যা তিন ফরম্যাটের অধিনায়কের জন্য নিখুঁত বলে বিবেচিত হতে পারে। ভারতীয় ক্রিকেট দলে প্রায়ই দেখা যায় তিন ফরম্যাটে একই অধিনায়ক। এই কারণে বিরাট যখন টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছিলেন পরে টেস্ট ও ওয়ানডে থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর তিন ফরম্যাটেই দলের দায়িত্ব নেন রোহিত। তবে অধিনায়ক হিসেবে রাহুলের রেকর্ড ভালো নয়। ভারত ম্যাচ জিতলেও খারাপ ফর্মের কারণে অধিনায়কত্বের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল।

kl rahul

জসপ্রীত বুমরাহ: ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। অধিনায়কত্বের জন্য অন্যতম দাবিদার হতে পারেন। তবে তাঁরও ফিটনেস সমস্যা রয়েছে।

bumrah australia

শ্রেয়াস আইয়ার: ভারতের হয়ে শ্রেয়াস আইয়ারও পরবর্তী অধিনায়কের জন্য একটি ভাল বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারেন। আইয়ার আইপিএলেও অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন তিনি। তবে টিম ইন্ডিয়ার হয়ে ফর্ম ধারাবাহিক নয়। আইয়ারের বয়স কম, তাই সম্ভাবনা বেশি।

shreyas iyer w

ঋষভ পন্থ : ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ সড়ক দুর্ঘটনার পর বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। তবে তিনি শীঘ্রই ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। আইপিএলে তাঁকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। এরপর টি-টোয়েন্টি সিরিজে গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। ভারতের পরবর্তী অধিনায়কের জন্য দাবিদার হয়ে উঠতে পারেন।