জাদেজার পর আরও এক ভারতীয় প্লেয়ার আনফিট! আজ এমন দল নিয়ে মাঠে নামতে পারেন রোহিত

আট দিনের মধ্যে আবারও মুখোমুখি হবে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। এশিয়া কাপের (Asia Cup) সুপার-ফোর ম্যাচে হাইভোল্টেজ ম্যাচ দেখা যাবে দুই দলের মধ্যে। এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। এখন এই দুই দলের ম্যাচ দেখার আরেকটি সুযোগ পেয়েছেন ক্রিকেট ভক্তরা। এই ম্যাচে আগের হারের প্রতিশোধ নিতে নামবে পাকিস্তান দল। একইসঙ্গে এই ম্যাচে জিতে ফাইনালে নিজেদের দাবি মজবুত করতে চাইবে ভারত।
দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। দলের প্রত্যেক সদস্য প্রয়োজনে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে সকলের নজর ফের একবার হার্দিক পান্ডিয়ার দিকেই থাকবে। হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এই ম্যাচে প্লেয়িং-১১-এ ফিরবেন তিনি। রবীন্দ্র জাদেজার চোটের কারণে বড়সড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া।
এমন পরিস্থিতিতে তার জায়গায় প্লেয়িং-১১-এ অক্ষর প্যাটেল সুযোগ পান কি না, সেটাই দেখার বিষয়। ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড় ফাস্ট বোলার আবেশ খানকে আনফিট ঘোষণা করেছেন। পাশাপাশি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। ভারত তিনজন ফাস্ট বোলার এবং তিনজন স্পিনার নিয়ে মাঠে নামবে নাকি একজন বোলারকে বাদ দিয়ে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক দুজনকেই প্লেয়িং-১১-এ অন্তর্ভুক্ত করবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
প্রথম সম্ভাবনা
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ/দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আর অশ্বিন, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল/রবি বিষ্ণোই।
দ্বিতীয় সম্ভাবনা
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল/রবি বিষ্ণোই।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলি/মোহাম্মদ হাসনাইন।