ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ ২০২৩ বিশ্বকাপ (Cricket World Cup) শেষ হওয়ার সাথে সাথে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে শেষ হবে তাঁর মেয়াদ। এমন পরিস্থিতিতে দ্রাবিড়ের জায়গায় কে হবেন পরবর্তী প্রধান কোচ? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
২০২১ সালে রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে দুই বছরের চুক্তিতে হয়েছিল দ্রাবিড়ের। সেই অনুযায়ী চলতি বিশ্বকাপের পর তাঁর চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। যার ফলে প্রধান কোচের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে, এই সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারত বিশ্বকাপ জিতলে প্রধান কোচের পদে দ্রাবিড় বহাল থাকতে পারেন।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এর আগে ভারতীয় দল এশিয়া কাপের ট্রফি জিতেছিল এবং এখন টিম ইন্ডিয়া একের পর এক ম্যাচ জিতে বিশ্বকাপ খেতাবের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছে। এই ফর্ম ধরে রাখতে পারলে ভারত বিশ্বকাপ ট্রফি অর্জন করতে পারে। তবে এ বিষয়ে এখনই কিছু বলা খুব মুশকিল হবে। ভারত ট্রফি জিতুক বা না জিতুক, দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এই অবস্থায় তাঁর উত্তরসূরী হিসেবে ক্রিকেট প্রেমীদের জল্পনায় ভেসে উঠছে একাধিক নাম।
ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নাম সবার আগে রয়েছে জল্পনায়। লক্ষ্মণ এনসিএ প্রধান এবং তাঁর কোচিংয়ের অধীনে ভারতীয় রিজার্ভ দল সম্প্রতি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে। এই তালিকার দ্বিতীয় প্রাক্তন ক্রিকেটার হলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virendra Sehwag), যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং নিজের ক্রিকেট অ্যাকাডেমিও চালান। যার সুবাদে তিনি ক্রিকেট এবং কোচিংয়ের সাথে যুক্ত রয়েছেন প্রতিনিয়ত।
জল্পনার তালিকায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ জন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে তিনটি আইসিসি ট্রফি জিতেছেন। অনেকের ধারণা, ধোনি হতে পারেন ভারতের আগামী দিনের হেড কোচ। কেউ কেউ আবার বলছেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম। তবে কোনোটাই চূড়ান্ত নয়। সবটাই আলোচনা সাপেক্ষ।