পেট্রোল, ডিজেলের পর এবার বাড়ল রান্নার গ্যাসের দাম! মাথায় হাত আম জনতার

মাত্র কয়েকদিন আগের কথা এক ধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছিল ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। একেবারে ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছিল সেখানে। তার ফলেই মানুষের বিক্ষোভের কারণে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। এবার মানুষকে বেগ দিয়ে দাম বাড়লো আরেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের।
ভারত বাদে সারা বিশ্বেই মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে হু হু করে। আর বিশ্বজুড়ে চলা সংকটের মধ্যে বাংলাদেশের অবস্থাও হয়েছে অত্যন্ত খারাপ। পেট্রোল, ডিজেলের দাম বাড়ায় পরিবহণ ক্ষেত্রে খরচ বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে অনেকটা। কিন্তু সেখানেই শেষ নয়, এবার দাম বাড়ছে গ্যাস সিলিন্ডারেরও।
বাংলাভাষী দেশের সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে সেখানের এক ধাক্কায় ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ১৬ টাকা। এবার থেকে ১২ কেজির সিলিন্ডারের জন্য সাধারণ ভোক্তাদের দিতে হবে ১ হাজার ২১৯ টাকা। এর আগে ৩৫ টাকা কমালেও এবার সরকার দাম বাড়ানোর কথাই ভেবেছে।
ডলারের সাপেক্ষে টাকার দামের বিরাট পতন হওয়ায় সেই প্রভাবও পড়েছে এক্ষেত্রে। বর্তমানে ১ ডলারের বিনিময়ে ১০৪ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে। সেই কারণে বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে তার সুপ্রভাব দেখা যাচ্ছে না। দেশের বাজারের তথৈবচ অবস্থা দেখে এই দাম নির্ধারণ করেছে BERC।
বাংলাদেশের সরকার অবশ্য এই দাম বৃদ্ধির জন্য পুরোপুরিভাবে দায়ী করেছে ডলারের দামের বৃদ্ধিকে। সরকার ডলারকে দায়ী করে নিজের মাথা থেকে দাম বৃদ্ধির বোঝাকে সরিয়ে দিতে চেয়েছে। বিভিন্ন বিভাগের কর্তাদের কথানুযায়ী সরকার একমাত্র ওই একটিমাত্র কারণেই দাম বাড়িয়েছে। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার হাল যে করুণ সেদিকে কোনো কথা বলেননি তারা।
প্রসঙ্গত সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও বেসরকারি ক্ষেত্রে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০২ টাকা ৮৮ পয়সা। শুধু তাই না, এবার সেদেশের বিভিন্ন সাইজের গ্যাস সিলিন্ডারের দামও পরিবর্তন করবে সরকার। এখন দেখার কত দাম বাড়ায় বাংলাদেশ সরকার।