১ ডলারের দাম ১ লক্ষ টাকা! পাকিস্তানের পর কাঙাল এই মুসলিম দেশ, পালাচ্ছে জনতা

একদিকে যেমন পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা দিন কে দিন আরো অবনত হচ্ছে, তেমনই আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের অবস্থাও কাঙাল হতে চলেছে। না, আমরা আফগানিস্তান অথবা সিরিয়া-ইরাকের কথা বলছিনা। আজকের রিপোর্টে আমরা লেবানন (Lebanon) সম্পর্কে জানাতে চলেছি। সেখানের অবস্থা দিনকে দিন বেহাল হয়েছে। এমনকি ১ মার্কিন ডলারের মূল্য ছাড়িয়ে গিয়েছে ১ লাখ!

পশ্চিম এশিয়ার এই দেশে মুদ্রাস্ফীতি উঠেছে চরমে। আর সেকারণে মানুষের ক্ষোভ পড়েছে সরকারের ওপর। অতীতেও সেই নিয়ে বিক্ষোভ হয়েছে, সম্প্রতি সেই নিয়ে এমন এক ছবি সামনে এসেছে যা সারাবিশ্বকেই হতচকিত করেছে। হয়েছে কি, বিক্ষোভে সামিল জনতা সেদেশের মুদ্রা ( লেবানিজ পাউন্ড) পোড়াতে শুরু করেছে। সারাবিশ্বে প্রতিবাদের এমন অভিনব পন্থা শুধু চিনেই দেখা গিয়েছিল।

লেবাননের মুদ্রা লেবানিজ পাউন্ড রেকর্ড পর্যায়ে নেমে গিয়েছে। ট্রেডিংয়ে ১ মার্কিন ডলারের বিপরীতে মিলছে ১ লাখ লেবানিজ পাউন্ড। এমন অবস্থায় দেশের দারিদ্র্য পীড়িত জনগণের কষ্ট আরো বাড়তে চলেছে। আসলে লেবাননে বর্তমানে কোনো স্থায়ী সরকার নেই। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে দেশ চালাচ্ছে, আর তাতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

উল্লেখ্য, যেখানে গত জানুয়ারি পর্যন্ত ১ মার্কিন ডলারের বিপরীতে লেবানিজ পাউন্ডের মূল্য ছিল ৬০ হাজার, এখন সেটাই ১ লাখের বেশি হয়েছে। লেবাননের ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়া অবধি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই নিয়ে বিরাট ক্ষুব্ধ দেশটির জনগণ।

lebanon crisis

লেবাননের আর্থিক দুরাবস্থার মধ্যে ঘাটতি শুরু হয়েছে ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের। অধিকাংশ মানুষই দারিদ্র্যের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন। আর সেজন্য বিপুল সংখ্যক মানুষ উন্নত ভবিষ্যতের সন্ধানে বিদেশে পাড়ি দিচ্ছেন উদ্বাস্তু হয়ে। এখন এই পরিস্থিতির কবে এবং কীভাবে সামাল দেয় লেবানন সরকার সেটাই দেখার।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button