পাকিস্তান সহ ছয় টিমকে ছিটকে দিল নেদারল্যান্ডস! পয়েন্ট টেবিলে বড় ওলটপালট করল গেরুয়া বাহিনী

২০২৩ বিশ্বকাপের (Cricket World Cup) ২৮তম ম্যাচে কলকাতার মাঠে বাংলাদেশ (Bangladesh) ও নেদারল্যান্ডসের (Netharlands) ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান তুলতে সমর্থ হয়। ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল।

   

shakib ban

নেদারল্যান্ডসের জয়ে পয়েন্ট টেবিলে বেশ কিছু বদল দেখা দিয়েছে। প্রায় চারটি দল সেমিফাইনালে যাওয়ার নিশ্চিত করে ফেলেছে। অন্য দিকে পাকিস্তান (Pakistan national cricket team) সহ ৬ টি দল সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপ ২০২৩ এর পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা দল বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। এই দুই দলের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই দুই দলও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার দৌড়ে রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আট পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এবং এখনও আরও তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। যার ফলে এই দুই দলই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

world cup 2023

চলতি বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলার পর সেমিফাইনালের দৌড় প্রায় স্পষ্ট বলে মনে হচ্ছে। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা কোনো দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে আরও কিছু পয়েন্ট পেতে চাইবে নিশ্চই। কারণ নিচের দিকে থাকা সব দলই তাদের অনেকগুলো করে ম্যাচ হেরেছে। যার কারণে এই দলগুলোর পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব হবে না বলে ধরে নেওয়া হচ্ছে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও শ্রীলংকা ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে বলে মনে করা হচ্ছে।